ঢাকাSaturday , 19 October 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

Link Copied!

জাহিদ হাসান জীবন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২  টার দিকে উপজেলা পরিষদ চত্বরে (পুরাতন) স্থানীয় সাংসদ ও জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ফিতা কেটে এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন। পরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন স্থানীয় সাংসদ ও জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আলোচনার শুরুতে মেলার প্রতিপাদ্য বিষয়ের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই- মাহমুদ। বিশেষ অতিথির বক্তৃতা দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাজেদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ: মান্নান মন্ডল, কৃষি কর্মকর্তা এ.কে.এম ফরিদুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কবীর মুকুল, সাংবাদিক এ. মান্নান আকন্দ, স্থানীয় সমাজসেবক ছাদেকুল ইসলাম দুলাল, গণ উন্নয়ন কেন্দ্রের কর্মী রবিউল হাসান এবং মা নার্সারির মালিক তৌফিক খন্দকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।