ঢাকাWednesday , 12 February 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

Link Copied!

জাহিদ হাসান জীবন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল’র বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, দির্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে ইউপি সদস্যদের না জানিয়ে নিজ ইচ্ছামত ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালাচ্ছেন। যার ফলশ্রুতিতে কোন প্রকার মাসিক মিটিং আহ্বান করেন না। বিভিন্ন উৎস থেকে আয়ের সমুদয় অর্থ নিজ ইচ্ছামত অদৃশ্যত ব্যয় দেখিয়ে আত্মসাৎ করছেন। সংশ্লিষ্ট পরিষদের আয় ছাড়াও উপজেলা পরিষদ থেকে বরাদ্দকৃত যে সকল টাকা আসে যেমন- ভূমি উন্নয়ন কর, হাট-বাজার ইজারা, এডিপি, নন-ওয়েজ ইত্যাদি ক্ষেত্রে ওয়ার্ড সদস্যগণকে অবহিত না করে ভূয়া রেজুলেশনের মাধ্যমে এসব টাকা উত্তোলণ পূর্বক আত্নসাৎ করেন। ইউপি চেয়ারম্যান স্থানীয়ভাবে উত্তোলিত বাড়ির ট্যাক্স, ট্রেড লাইসেন্স, গাছ বিক্রির টাকা একইভাবে আত্মসাৎ করছেন। এছাড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়নের অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ল্যাপটপ, ফ্রিজ, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণাদি নিজ বাড়িতে রেখে আত্মসাৎ করার পায়তারা চালাচ্ছেন। মর্মে ইউপি’র সকল সদস্যগনের পক্ষে এরশাদ মিয়া নামে এক সদস্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করেন। এ নিয়ে মোবাইলফোনে কথা হলে ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল জানান, একটি কালভার্ট নির্মাণের ক্ষেত্রে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।