ঢাকাTuesday , 30 July 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে জেলেদের গবাদী পশু-পাখিকে কোস্ট ট্রাস্টের টিকাদান

Link Copied!

ভোলা প্রতিনিধিঃ চলতি বর্ষা মৌসুমে নদীতে নেই মাছের দেখা ৷ জেলেরা আছেন নানান সংকটে ৷ টাকার অভাবে তাদের গবাদিপশুকে দিতে পারছেননা চিকিৎসা সেবা ৷ এমন মূহুর্তে তাদের পাশে দাড়ালো ইউএসএআইডির অর্থায়নে, মৎস অধিদপ্তর ও ওর্য়াল্ডফিসের সহায়তায় কোস্ট ট্রাস্টের বাস্তবায়ধীন ইকোফিশ প্রকল্প ।

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের জেলেদের গবাদি পশু সুরক্ষায় ও প্রাণী সম্পদ উন্নয়নের লক্ষে ইউনিয়ন ভিত্তিক টিকাদান কর্মসূচী ও বিনা মূল্যে গরু,ছাগল, হাঁস মুরগির ক্রিমি নাশক ও বিভিন্ন রোগের ঔষাধ প্রদান করেছে সংস্থাটি  ৷
সোমবার (২৯ জুলাই) সকাল ৭টায় ইউনিয়নের নাজিরপুর বালুর মাঠে,  এ কর্মসূচী অনুষ্ঠিত হয় ৷ এসময় ২০০ গরু ও ১৫০ছাগল এবং হাঁস-মুরগিকে বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা ও রোগ প্রতিরোধক টিকার পাশাপাশি ক্রিমি নাশক ঔষাধ প্রদান করা হয় ৷
এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উপ সহকারি মোঃ বেলায়াত হোসেন উপস্থিত থেকে টিকা ও ঔষাধ প্রদান করেন ৷ এসময় তিনি গরু,ছাগল ও হাঁস মুরগিসহ গৃহ পালিত পশুর স্বাস্থ্য সুরক্ষা, সঠিক নিয়মে লালন পালন ও যত্ন করতে সঠিক পরামর্শ সহ নানান দিক নির্দেশনা প্রদান করেন ৷
টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হওয়ার পূর্বে ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সহ-সমন্বয়কারি মোঃ সোহেল মাহমুদ উপস্থিত থেকে সদস্যদেরকে গরু,ছাগল ও হাঁস-মুরগি লালন-পালন, রক্ষনাবেক্ষন ও সঠিক সময়ে তাদের যত্ন ও চিকিৎসা নিতে পরামর্শ প্রদানের পাশাপাশি গবাদি পশু লালন পালন করে সবলম্বী হওয়ার ব্যাপারে নানান পরামর্শ প্রদান করেন ৷
এছাড়া এ সময় উপস্থিত ছিলেন, ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট এর ফিল্ড অফিসার নোমান শরীফ,সবুজ চন্দ্র, সি এম নূরনবী প্রমুখসহ সাধারণ জেলে পরিবারের সদস্যরা ।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।