ঢাকাWednesday , 5 February 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘে ত্রিপাক্ষিক আলোচনা হয়েছে-উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণমন্ত্রী এনামুর

Link Copied!

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষেয়ে জাতিসংঘের সাথে চীন, মিয়ানমার, বাংলাদেশ ত্রিপাক্ষিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণপ্রতিমন্ত্রী ডাঃ মো: এনামুর রহমান এমপি।
তিনি বলেছেন, আন্তর্জাতিক মহলকে সাথে নিয়ে তাদের নাগরিক অধিকার, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করে প্রত্যাবাসনের প্রক্রিয়া নেয়া হচ্ছে।প্রতিমন্ত্রী বুধবার (৫ ফেব্রুয়ারী) কক্সবাজারের উখিয়ায় বলপূর্বক বাস্তুচ্যুত মায়ামার নাগরিকদের ক্যাম্প-৪ পরিদর্শনকালে একথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন করার কথা জাতিসংঘকে তারা জানিয়েছে। সে অনুসারে সকল প্রক্রিয়া নেয়া হচ্ছে।এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি, স্থায়ী কমিটির সদস্য লেঃ জেনারেল মাসুদ উদ্দিন, বীর মোস্তাক হোসেন রবি, জুয়েল আরেং, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, শরানার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো: মাহবুবুল আলম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাং শাহজাহান আলিসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।