ঢাকাTuesday , 1 June 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় সরকার ও বাংলাদেশের ভূয়সী প্রশংসায় ইউএনএইচসিআর প্রতিনিধিদল

Link Copied!

 

শ.ম.গফুর,নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজারঃ

কক্সবাজার সফররত ইউএনএইচসিআর এর সহকারী হাই কমিশনার (প্রতিরক্ষা) মিস গিলিয়ান ট্রিগস)ও রাউফ মাজাও এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার( ১ জুন)সকালে উখিয়ার কুতুপালং ৯ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে রোহিঙ্গা শরনার্থীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করায় বাংলাদেশ সরকার ও স্থানীয় জনগোষ্ঠীর ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা।

পরিদর্শনকালে ইউএনএইচসিআর এর উচ্চ পর্যায়ের এ প্রতিনিধিদল ক্যাম্প অভ্যন্তরে রোহিঙ্গা শরনার্থীদের সার্বিক ব্যবস্থাপনার বিষয় দেখে সন্তোষ প্রকাশ করেন।

জাতিসংঘের শরনার্থী বিষয়ক সহকারী হাই কমিশনার
গিলিয়ান ট্টিগস এবং সহকারী হাই কমিশনার মিঃ রাউফ মাজাও সহ ১৪ সদস্যের প্রতিনিধিদল ক্যাম্পে আরআরআরসি শাহ রেজওয়ান হায়াত, অতিরিক্ত আরআরআরসি মোহাম্মদ সামছু দ্দৌজা, ক্যাম্প ইনচার্জ, ক্যাম্পের রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।বিশ্বস্ত একটু সুত্র জানিয়েছে, এই প্রথম ইউএনএইচসিআর এর ২জন সহকারী কমিশনার একত্রে বাংলাদেশ সফরে এসেছেন। সেজন্য তাঁদের এ সফর বাংলাদেশের জন্য খুবই গুরুত্ব বহন করছে।

এর আগে গত ৩১ মে সকাল সাড়ে ৯ টার দিকে জাতিসংঘের সহকারী কমিশনারদ্বয় ১৪ সদস্যের প্রতিনিধিদল সহ ঢাকা থেকে হেলিকপ্টার যোগে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে পৌছান। সেখান থেকে ২ দিনের সফরে তারা কমিশনারদ্বয় সহ প্রতিনিধিদলের সদস্যরা সোমবার বেলা আড়াইটার দিকে হেলিকপ্টার যোগে কক্সবাজার আসেন।

বিকেল ৪ টা ৩৫ মিনিটে জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সহকারী কমিশনারদ্বয়সহ প্রতিনিধিদল ২ দিনের সফর শেষে হেলিকপ্টার যোগে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে। ১৪ সদস্যের প্রতিনিধিদল এর এ সফর খুবই গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বলে মন্তব্য করে রোহিঙ্গা শরনার্থী নিয়ে গবেষণা করছেন এমন একজন গবেষক বলেছেন, তাঁদের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প, ভাসানচর পরিদর্শন, উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক, রোহিঙ্গাদের সাথে মতবিনিময় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে সহায়ক হবে ভুমিকা রাখবে বলে মন্তব্য করেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।