ঢাকাThursday , 28 February 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

রামুতে দশম পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন করলেন সেনাপ্রধান 

Link Copied!

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার:

সেনাবাহিনীর কক্সবাজার রামু সেনা নিবাসে দশম পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারি সকালে জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ পতাকা উত্তোলন করেন। বিষয়টি অনুষ্ঠানস্থল থেকে রামু সরকারী কলেজের অধ্যক্ষ আবদুল হক নিশ্চিত করেছেন। পতাকা উত্তোলন শেষে জেনারেল আজিজ এক সমাবেশে বক্তৃতা করেন।
এসময় অন্যান্যের মধ্যে সাবেক সেনাপ্রধান লেঃ জেনারেল আতিকুর রহমান, কক্সবাজার-১,২ ও ৩ আসনের সংসদ সদস্য যথাক্রমে জাফর আলম, আশেকউল্লাহ রফিক ও সাইমুম সরওয়ার কমল, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন, রামু’র ইউএনও লুৎফুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, রামু সরকারী কলেজের অধ্যক্ষ আবদুল হক, উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বৃহস্পতিবার সকালে হেলিকপ্টার যোগে সেনা নিবাসে আসেন এবং অনুষ্ঠান শেষে রামু সেনানিবাস ত্যাগ করেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।