ঢাকাFriday , 29 March 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

রাবির ছাত্র সংগঠনের নেতাদের মিলন মেলা

Link Copied!

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সকল ছাত্র সংগঠনের নেতাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সংসদ রাবি শাখা এক প্রীতিভোজের আয়োজন করে। প্রীতিভোজ শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের প্রতিনিধিরা রাকসু নির্বাচনসহ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

গত দশ বছরেরও বেশি সময় পর ক্যাম্পাসে এমন চিত্র দেখা যায়। এতে ছাত্র রাজনীতিতে নতুন এক দিক উন্মোচিত হল।

আলোচনা সভায় রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘দীর্ঘদিন পর একসঙ্গে সকল ছাত্র সংগঠনের নেতারা আলোচনায় বসা একটা নতুন মাইলফলক। আমরা সরকারী ছাত্র সংগঠনের নেতারা সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। তবে কাজ করতে গেলে অনেক সময় অনেক রকমের ভুল ভ্রান্তি হয়ে যায়। আপনারা সকলেই আমাদের সেই সব ভুল-ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা সকলেই একসঙ্গে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই। আপনাদের কোনো ধরণের পরামর্শ থাকলে অবশ্যই আমাদের জানাবেন।’

এ সময় রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী বলেন, ‘অনেক দিন পরে আমরা ক্যাম্পাসে সকলেই একসঙ্গে বসতে পেরেছি। ২০০৯ সালের পর সকল ছাত্র সংগঠনের নেতারা এভাবে একসঙ্গে বসা এটাই প্রথম। তাই আমি মনে করছি এটা খুবই ইতিবাচক দিক। আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাই সব ধরণের ভেদাভেদ ভুলে সাধারণ ছাত্রদের জন্য আমরা সকলেই কাজ করে যাব সেই প্রত্যাশা থাকবে।’

আলোচনায় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এ এম শাকিল হোসেন বলেন, ‘আমরা যারা এখানে আছি তাদের মতাদর্শ ভিন্ন হলেও সাধারণ ছাত্রদের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সামনে যেহেতু রাকসু নির্বাচন এই নির্বাচন কীভাবে সুষ্ঠু করা যায় তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে।’

এসময় শাকিল হোসেন দাবি করেন, রাকসু নির্বাচনে যেনো কোনো মৌলবাদি ও স্বাধীনতা বিরোধী দল অংশ না নেয়। সকল সংগঠানের পক্ষ থেকে রাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যের কাছে যাওয়ার দাবিও তোলেন শাকিল হোসেন। শাকিল হোসেনের দাবির সঙ্গে একমত পোষণ করেন সকল রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

এছাড়াও এসময় বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলীপ রায়, বিপ্লবী ছাত্রমৈত্রী রাবি শাখার সভাপতি ফিদেল মনির, সাধারণ সম্পাদক রঞ্জু হাসান, রাকসু অন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাবি শাখার সাধারণ সম্পাদক আল আমিন প্রধান তারেক, ছাত্র ফেডরেশন রাবি শাখার সাংগঠনিক সম্পাদক সুমন মোড়ল, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তমালিকা বিশ্বাস, গণশিল্পী সংস্থা রাবি শাখার সভাপতি জাকিরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।