ঢাকাTuesday , 25 June 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সভা অনুষ্ঠিত

Link Copied!

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল সংবাদদাতা: গত ২৩ এপ্রিল থেকে সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে।এ উপলক্ষে ২৫ জুন মঙ্গলবার সকাল ১১ টায় রাণীশংকৈল উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরীয়ার আজম মুন্না। আরোও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা সরকারি ও বে-সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকবৃন্দ। বক্তারা অনুষ্ঠানে বিভিন্ন রকম সমস্যা তুলে ধরেন এবং ভোটার কার্ডে ভালো ছবি সংযোজনসহ উপজেলার নির্বাচন কমিশনের কর্মকর্তারা যেন সাধারন লোকের সাথে সহযোগীতার সম্পর্ক সুদৃঢ় রাখেন । অনুষ্ঠানে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার। তিনি বলেন, বাংলাদেশের ৩২ জেলায় রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস রয়েছে। ভোটার হালনাগাদ কার্যক্রমে এসব এলাকার রোহিঙ্গারা যাতে তালিকায় নাম অন্তর্ভুক্ত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সহযোগীতা করতে হবে এবং সজাগ ধাকতে হবে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।