ঢাকাThursday , 4 February 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে পুড়ে ছাই হলো ২০টি বাড়ি

Link Copied!

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও রাণীশংকৈল গ্রামের রাতোর গ্রামে ৩ ফেব্রুয়ারি বুধবার রাতে (পূর্ব রাতোর) হিন্দুপাড়ায় ২০টি বাড়িতে ৪০টি ঘর আগুনে পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, আগুনে পুড়ে মালামাল সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের পাথরু নামের এক ব্যক্তির বাড়িতে ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গিয়ে আগুনের ঘটনা ঘটেছে স্থানীয়রা মনে করছেন।
আগুন লাগার খবর পেয়ে  রানীশংকৈল ও পীরগঞ্জ সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করেন।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন- বুদ্ধিনাথ, ভেনসা, ভোগেন, পাথারু, মাঝিল, কামিনী , ধোনদেব , বকুল, ফুলসরি, হরিপদ, সফিন, গবিন, আলতা, তুরেন, গোদাসহ আরও কয়েকজনের ।
খবর পেয়ে রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন ।  তারা ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে নগর ২০০০ টাকা, ১টি করে কম্বল দিয়ে  সহযোগিতা করেন ।
এছাড়াও রাতোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সবুর নিজ উদ্যোগে চিড়া-মুড়ি,গুড় বিতরণ করেন ।
এ ব্যাপারে ইউএনও কালের কণ্ঠ’কে বলেন, পরবর্তী সাহায্যের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে লিখিত আবেদন চাওয়া হয়েছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।