ঢাকাSaturday , 27 June 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে হতদরিদ্র বিধবা সিবার দুই সন্তান নিয়ে মানবতার জীবন মেলেনি ত্রাণ কি বিধবা ভাতা

Link Copied!

রুহুল আমিন রুকু, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার  চক নাককাটি গ্রামের এক অসহায় পরিবারের ঘরে খাদ্য অভাব থাকলেও দেখার জন্য কেউ নেই। জানা গেছে, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকির পশার ইউনিয়নের চক নাককাটি গ্রামের ছাত্তার আলির স্ত্রী মোছাঃ সিবা বেওয়া গত ৬ মাস পূর্বে দিনমজুর স্বামী ছাত্তার আলীর  মৃত্যু হয়।  দুটি সন্তান কে নিয়ে  অসহায় হয়ে পড়ে এমন অবস্থায়  পাশে দাঁড়ানোর মতো কেউ নেই ।সিবা বেওয়া বাচ্চাদের ভরণপোষণের জন্য একটি রাইস মিলে কাজ করতেন।  কিন্তু করোনার জন্য কাজ বন্ধ হয়ে যায়। এখন সিবা বেওার ঘরে খাবার না থাকায়  ছুটে ইউপি সদস্য আজিজুল হক  এর কাছে কিন্ত কোনো সাহায্য করে নাই। তার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর কাছে  সিবা বেগম নিজের দারিদ্রতার কথা তুলে ধরে কিন্তু চেয়ারম্যান ও কোন সাহায্য করে নাই। এখন সিবার ঘরে খাদ্য অভাব দেখা দিয়েছে। কার কাছে গিয়ে নিজের দারিদ্রতার কথা তুলে ধরবে বিধবা হয়েও বিধবা ভাতার কার্ড মেলেনি তার ভাগ্যে  এমনকি সরকারি-বেসরকারি কোনো সুযোগ-সুবিধা পাননি। দুই সন্তানকে নিয়ে  বর্তমানে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে তার। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান অনেক মহিলা আসেন সবাইকে চেনা সম্ভব না তাই আগামীতে ত্রাণ সহযোগিতা করা হবে ইউপি সদস্য আজিজুল হকের সাথে কথা হলে তিনি তাকে চেনেন  এবং জানান আগামীতে দেওয়া হবে। স্থানীয় লোকজন বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দাবি জানিয়েছেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।