ঢাকাSunday , 5 April 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে ঢাকা ফেরত এক যুবক কে নিয়ে এলাকায় আতঙ্ক

Link Copied!

মোঃমনিরুজ্জামানভূরুঙ্গামারী (কুড়িগ্রামপ্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঢাকা ফেরত এক যুবক কে নিয়ে এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে।  গত শনিবার ওই যুবক একটি রিজার্ভ মাইক্রোবাসে ঢাকা থেকে বাড়ীতে আসে। এলাকাবাসী জানান,  করোনার উপসর্গে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে থাকার পর ঢাকা থেকে ফেরত ওই যুবক হোম কোয়ারান্টাইনে না থেকে অবাধে ঘোরাঘুরি করছে।  এলাকাবাসীর অভিযোগঅনেক বুঝিয়েও উক্ত ব্যক্তির পরিবারের সদস্যদের  ঘরে রাখা যাচ্ছে না। ফলে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়অভিযুক্তের নাম মোঃ আব্দুল হাই। তার বাড়ী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের হরির হাট এলাকায়

জানাগেছে,  দীর্ঘ দিন ধরে ঢাকার কমলাপুর সবুজবাগ এলাকায় বাসায় বাসায় মাছ বিক্রি করতো আব্দুল হাই। সম্প্রতি তার মেসে একজন ব্যক্তি করোনার উপসর্গ  নিয়ে মারা গেলে আতংকিত হয়ে মেসের সবাই এলাকা ত্যাগ করে। গত শনিবার সকালে আব্দুল হাই এলাকায় পৌছালে এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পরে। বিষয়টি নিয়ে অভিযুক্ত আব্দুল হাইকে ফোন করা হলে তিনি বলেনএলাকার কিছু মানুষ গুজব ছড়াচ্ছে । ঢাকায় আমার আশেপাশের কেউ মারা যায় নাই। তবু সবার কথায় আমি বাড়িতেই আছি

জানতে চাইলে শিলখুড়ি ইউপি চেয়ারম্যান ইউসুফ আলী বলেনআমি খবর পেয়ে আব্দুল হাই এর বাড়িতে গিয়ে সপরিবারে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ প্রদান করেছি।  ভূরুঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমানকে বিষয়টি অবগত করা হলে তিনি শীঘ্রই সেখানে পুলিশ পাঠাবেন বলে জানান

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য  পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আবু সাজ্জাদ মোঃ সায়েম জানানআমরা খবর পেয়েছি। ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দলকে অভিযুক্ত আঃ হাই এর স্বাস্থ্য পরিক্ষা করতে তার বাড়িতে পাঠিয়েছি। তিনি ভালো আছেন। তবে তাকে হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম বলেনবিষয়টি দেখ ভালের জন্য স্থানীয় চেয়ারম্যান কে দায়িত্ব দেয়া হয়েছে। হোম কোয়ারান্টাইন না মানলে ব্যাবস্থা নেয়া হবে

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।