ঢাকাMonday , 30 August 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা ও আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

Link Copied!

 

কুলেন্দু শেখর দাস,সুনামগঞ্জ প্রতিনিধিঃ

পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের ৫ হাজার ২৪৭তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে করোনাকালীন সময়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় হিন্দু কল্যাণ ট্রাষ্ট,ধর্ম মন্ত্রনালয়সুনামগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে শহরের জগন্নাথবাড়ি রোড়ের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মীয় কল্যাল ট্রাষ্ট ট্রাষ্টি প্রকৌশলী পি কে চৌধুরীর সভাপতিত্বে ও সুনামগঞ্জে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক রবীন আচার্য্যর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যূয়ালে ঢাকা থেকে যুক্ত হন সুনামগঞ্জ-৩ আসােনর সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান।

সভায় বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) বিজন কুমার সিংহ,হিন্দু ধর্শীয় কল্যাণ ট্রাষ্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষ। এ সময় বক্তব্য রাখেন,সুনামগঞ্জ ষোলঘরস্থ শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রীমত স্বামী হৃদয়ানন্দ,রামকৃষ্ণ মিশনের সভাপতি ও সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,সাধারন সম্পাদক যোগেশ^র দাস,সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট বিমান কান্তি রায়,সাধারন সম্পাদক বিমল বণিক,হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টার্ন ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এ্যাডভোটেক বিশ^জিৎ চক্রবর্তী,শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিজয় তালুকদার বিজু,শহরের দূর্গবাড়ি মন্দির পরিচালনা কমিটির সুবিমল চক্রবর্তী চন্দন,জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস,বিপ্রেশ রায় বাপ্পি, সুনামগঞ্জে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কম্পিউটার অপারেটর যীশু দাস,ফিল্ড সুপারভাইজার পুল্লাদ কুমার বিশ^াস ও শফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান বলেছেন,সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হচ্ছে সুনামগঞ্জ। এখানে বহুধর্মের মানুষজন যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য বহন করে সকল ধর্মের মানুষের সমন্বয়ে ধর্মীর আচার অনুষ্ঠান পালন করে আসছেন। তিনি বলেন ১৯৭১ সালে পাকিস্থানী হানাদার বাহিনীর আগ্রাসনের কবল থেকে এই বাঙ্গালী জাতিকে আলাদা একটি ভখন্ড উপহার দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে তৎকালীন সময়ে হিন্দু,মুসলিম,বৌদ্ধ ও খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের  মানুষের অংশগ্রহনে ত্রিশলাখ শহীদের আত্মবলিদান ও দু’লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আজকের এই আলাদা  ভূখন্ড সোনার বাংলাদেশ।তিনি আরো বলেন স্বাধীনতার দীর্ঘ ২১ বছরে পরে দেশের আপামর জনগনের ভোটে পাতির পিতার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্টিত হয়ে দেশ আজ বিশে^ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। এই দেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, এই ধরাধামে যুগে যুগে শ্রীকৃষ্ণের আর্বিভাব ঘটেছে মানুষের মুক্তি ও কল্যাণের জন্য। তাই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে তিনি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা ও কৃতঞ্জতা জানান। পরিশেষে দেশে এই করোনাকালীন সময়ে শত প্রতিবন্ধকতা অতিক্রম করে দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করে দেশ সামনের দিকে এগিয়ে যাবে সবার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।