ঢাকাThursday , 21 November 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

বোরহানের ‘ব্লাইন্ড রোড’ এ ফজলুর রহমান বাবু

Link Copied!

এম.আর.জে শান্ত,বিনোদন প্রতিবেদক: কয়েকজন বখাটে ফুটপাথে মোটরসাইকেল চালাচ্ছিল। তাতে যারপরনাই বিরক্ত পথচারীরা। তবে কেউ কোনো প্রতিবাদ করছিলেন না। বরং তাদের সাইড দিচ্ছিলেন। হঠাৎ সেখানে পুলিশের জটলাও দেখা যায়। পুলিশ-বখাটের তর্কাতর্কি, জনসাধারণের উত্তপ্ত বাক্য বিনিময়। সেটা আবার দাঁড়িয়ে দেখছেন শতাধিক পথচারী।

রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে এভাবেই চলছিল তরুণ নির্মাতা বোরহান খানের জনসচেতনতামূলক বিজ্ঞাপন ‘ব্লাইন্ড রোড’-এর শুটিং। এই বিজ্ঞাপনের প্রধান চরিত্রে দেখা যাবে ছোট ও বড় পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা কাম গায়ক ফজলুর রহমান বাবুকে। শুটিং স্পটে উৎসুক জনতার আগ্রহের কেন্দ্রবিন্দুতে তিনিই ছিলেন।

বিজ্ঞাপনটি সম্পর্কে বহু প্রতিভাবান এই তারকা বলেন, ‘গল্পে আমার চরিত্রটি একজন পথচারীর। আমাদের দেশের অনেকেই বর্তমানে ব্লাইন্ড রোড কী সেটা জানেন না। বিজ্ঞাপনটি দেখলে সেই জিনিসটা সম্পর্কে জানতে পারবেন সবাই।’

বিজ্ঞাপনের আরেক সদস্য চলচ্চিত্র অভিনেত্রী ক্যামেলিয়া রাঙা। তিনি বলেন, ‘বাবু ভাইয়ার সঙ্গে এর আগে আমি ‘নূরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছিলাম। দীর্ঘ দিন পর আবার তার সঙ্গে একই ফ্রেমে আবদ্ধ হতে পেরে বেশ ভালো লাগছে।’

নির্মাতা বোরহান খান বলেন, ‘ফুটপাথের বিশেষ একটি অংশের নাম ব্লাইন্ড রোড। যা আমাদের অনেকেরই অজানা। সেই অজানাকে জানানো এবং সবাইকে আইনের প্রতি শ্রদ্ধ্বাশীল হওয়ার ব্যাপারটি তুলে ধরা হয়েছে বিজ্ঞাপনে। এখানে বাবু ভাই যে চরিত্রে অভিনয় করেছেন, সেখানে শুধু তাকেই মানায়।’

তরুণ এ পরিচালক আরও জানান, ‘শুটিংয়ের সময় ভিড়ের কারণে বেশ সমস্যা হয়েছে। ফার্মগেট জনবহুল এলাকা, ব্যস্ত সড়ক। তবে বাংলাদেশ পুলিশের সহযোগিতায় ঠিকভাবেই শুটিং শেষ করতে পেরেছি। বর্তমানে বিজ্ঞাপনটি সম্পাদনার টেবিলে রয়েছে। কোনও একটি বিশেষ দিন উপলক্ষে এটি মুক্তি দেয়া হবে।’

প্রসঙ্গত, বিজ্ঞাপনটিতে ফজলুর রহমান বাবু ও ক্যামেলিয়া ছাড়াও অভিনয় করেছেন পুলিশ সার্জেন্ট দ্বীন ইসলাম ও দুর্জয় মামুন। এছাড়া এটির মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয়েছে শিশুশিল্পী আরিয়ানা আরিফিনের। পাশাপাশি বিজ্ঞাপনটিতে আরও কিছু চমক রয়েছে, যা মুক্তির পর দর্শক দেখতে পাবেন বলে জানান নির্মাতা বোরহান খান।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।