ঢাকাMonday , 31 December 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

পৌনে এক লাখ ভোটের ব্যবধানে হেরে গেলেন ড.রেজা কিবরিয়া জয়ের মালা মিলাদের গলায়

Link Copied!

মোঃ সুমন আলী খান, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত হেরে গেলেন ড. রেজা কিবরিয়া। জনগন ভালবাসার আবদ্ধ হয়ে জয়ের মালা গলায় দিলেন মিলাদ গাজী। টানা কয়েক দিন নিবার্চনী হাওয়ায় গরম ছিল এলাকার জনপদ। পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রেখে রোববার সারা দেশের ন্যায় হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ওই আসনের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ওইদিন উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নিরাপত্তা রক্ষায় বিভিন্ন কেন্দ্র গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে নৌকা প্রতীকে ১ লাখ ৬০ হাজার ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী এবং তার নিকটতম প্রার্থী ঐক্যফ্রন্টের ড .রেজা কিবরিয়া ধানের শীষ প্রতিকে ৮৫ হাজার ৮৯৭ ভোট পেয়ে হেরেছেন। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক পেয়েছেন ৩ হাজার ৮৩৮ ভোট। নবীগঞ্জ উপজেলায় ১১৫টি ভোট কেন্দ্র ও বাহুবল উপজেলা ৬১টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৬৪ হাজার ৯শ ৩৯ জন। এ আসনটিতে প্রার্থী ছিলেন ৭ জন। মিলাদ গাজী নির্বাচনী এলাকায় তৃণমূলে সু-পরিচিত তিনবারের জনপ্রিয় সংসদ সদস্য সিলেট বিভাগ আওয়ামী লীগের ফাউন্ডার খ্যাত প্রয়াত দেওয়ান ফরিদ গাজীর তনয়। তার নিকটতম প্রার্থী রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এ এমএস কিবরিয়ার তনয়।
এ ছাড়া নবীগঞ্জ উপজেলায় বাসদের চৌধুরী ফয়ছল সোয়েব (মই) প্রতীক নিয়ে পেয়েছেন ২৩১ ভোট। কৃষক শ্রমিক জনতালীগের অ্যাডভোকেট নুরুল হক (গামছা) পেয়েছেন ১২৭ ভোট। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আবু হানিফ (হাতপাখা) প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮৯ টি ভোট। ইসলামী ঐক্যফ্রন্ট প্রার্থী আলহাজ্ব হাফেজ জোবায়ের আহমেদ (মোমবাতি) পেয়েছেন ১৪৪টি ভোট ।

নবীগঞ্জে মিলাদ গাজীকে
আ.লী সভাপতির অভিনন্দন
নবীগঞ্জ প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ গাজী নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল। তাকে মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মিলাদ গাজীকে নির্বাচিত করায় আওয়ামীলীগ পরিবারের নেতৃবৃন্দসহ নবীগঞ্জ-বাহুলববাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।