ঢাকাSunday , 10 May 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার ভাটরা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত চার পুলিশ সদস্যকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ জানায়, গত ৬ মে মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের দিস্তাল গ্রামে অধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন মুকসুদপুর থানায় একটি মামলা হয়। শনিবার বিকালে মামলার আসামি নিজাম মোল্লা (৫২) ও নুরু মোল্লাকে (৪০) পুলিশ দিস্তাল গ্রাম থেকে গ্রেফতার করে। গ্রেফতারদের মুকসুদপুর থানায় নিয়ে আসার পথে সন্ধ্যায় বেজড়া এলাকায় খান্দারপাড় ইউপি চেয়ারম্যান সাব্বির খানের লোকজন পুলিশের ওপর হামলা করে আসামি নুরু মোল্লাকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের প্রতিরোধের মুখে তারা অপর আসামি নিজাম মোল্লাকে ছিনিয়ে নিতে ব্যর্থ হয়। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে খান্দারপাড় ইউপি চেয়ারম্যান সাব্বির খান বলেন, এজাহারভুক্ত আসামি না হওয়ার পরও পুলিশ দুইজনকে ধরে ছেড়ে দিয়ে গেছে। আমরা কোনো আসামি ছিনতাই করিনি। পুলিশ উল্টো আমার ৬০-৭০ জন সমর্থককে লাঠিচার্জ করে আহত করেছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বলেন, সংঘর্ষ ও বাড়ি ভাঙচুর মামলার দুই আসামিকে পুলিশ গ্রেফতার করে। এদের মধ্যে এক আসামিকে গ্রামবাসী ছিনিয়ে নিয়েছে। অপর আসামিকে মুকসুদপুর থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।