ঢাকাTuesday , 24 August 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্ত এলাকা থেকে অবৈধপথে আসা ভারতীয় ২৩টি গরু উদ্ধার

Link Copied!

 

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্ত এলাকা থেকে অবৈধপথে আসা ভারতীয় ২৩টি গরু উদ্ধার করেছে তেতুলিয়া মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মুরখাগছ সংগঠন সীমান্ত এলাকায় দুটি বাড়ি থেকে এসব গরু উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, উদ্ধারকৃত এ গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ থেকে ১০ লাখ লাখ টাকা।
বর্তমানে গরুগুলো তেঁতুলিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গত সোমবার (২৩ আগস্ট) দিনগত গভীর রাতে ভজনপুর ইউনিয়নের মুরখাগছ সংগঠন সীমান্ত এলাকায় ভারত থেকে ২৩টি গরু পাচার করে এনে চোরাকারবারি ২ ভাই মোহাম্মদ আলী, হামিদুল ইসলাম ও পার্শ্ববর্তী আব্দুর রহিম এর বাড়িতে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই ৩ ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। পরে তাদের বাড়ি থেকে ভারত থেকে অবৈধপথে আনা ২৩টি গরু উদ্ধার করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মোহাম্মদ আলী, হামিদুল ইসলাম ও আব্দুর রহিম। তাদের তিনজনের বিরুদ্ধে থানায় গরু চোরাচালানের মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত গরু আইনি প্রক্রিয়া শেষে নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।