ঢাকাMonday , 18 November 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নিরাপদে চলুন জেলা পুলিশের সু বিশাল র‌্যালী

Link Copied!

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■ সোমবার (১৮, নভেম্বর) ট্রাফিক আইন মেনে চলুন নিরাপদে আর নতুন সড়ক পরিবহন আইন-২০১৮, মেনে চললে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। নতুন সড়ক পরিবহন আইন-২০১৮, মেনে চলার জন্য সচেতনতা মূলক র‌্যালী ও পথসভা নড়াইলে অনুষ্ঠিত হয়েছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, নতুন আইন মেনে চলি, নিরাপদ সড়ক গড়ি” এ শ্লোগানকে সামনে নিয়ে জেলা পুলিশের আয়োজনে নড়াইল পুরাতন বাস টার্মিনালের গোল চত্বরে থেকে র‌্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ঐ স্থানে পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় জন নতুন সড়ক আইন মেনে চলার জন্য সচেতনতামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। র‌্যালীতে জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগনসহ পুলিশ সদস্য গণ উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুলইসলাম (পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, (সদর সার্কেল নড়াইল) জেলার প্রতিটি থানার অফিসার ইনচার্জ , জেলা বিশেষ শাখার ডি আই-১ এস এম ইকবাল হোসেন, ট্রাফিক বিভাগের সকল কর্মকর্তা ও পুলিশ সদস্য গণ বাস মালিক সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত সচেতনামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), পথ সভায় জন নতুন সড়ক আইন মেনে চলার জন্য সচেতনতামূলক বক্তব্য বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছেন। পুলিশ জনগণের বন্ধু এ কথা পুঁথিতে নয় কাজেই প্রমাণ করতে হবে। ভালো কাজে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার। এছাড়াও যারা স’ন্ত্রাস-জ’ঙ্গিবাদ-ইয়াবা ট্যাবলেট’র সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। সকলকে, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার আহ্বান জানান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।