ঢাকাThursday , 27 May 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ঘুমন্ত অবস্থায় মহিলাকে পুড়িয়ে হত্যার ঘটনায় থানায় মামলা

Link Copied!

উজ্জ্বল রায, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামের নূরল খন্দকারের স্ত্রী সালেহা বেগম (৮০)কে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যার ঘটনায় কালিয়া থানায় মামলা হয়েছে। গত ২১ মে দিবাগত গভীর রাতে সালেহা বেগমের নিজ বাড়িতে পুড়িয়ে হত্যার ঘটনাটি ঘটে।  গতকাল ২৫ মে রাতে নিহত সালেহা বেগমের মেয়ে মিনি বেগম কালিয়া থানায় ১১ জনের নামসহ আরও ৬-৭ জনকে অজ্ঞাতনামাআসামি উল্লেখ করে মামলা করেছেন । সালেহা বেগমের পরিবার সূত্রে জানা গেছে, সালেহা বেগম পক্ষাঘাতগ্রস্ত হয়ে গত তিন বছর যাবত শয্যাশায়ী ছিলেন। বসতঘরের পাটকাঠির বেড়া দেওয়া বারান্দার একটি কক্ষে তিনি থাকতেন। সেখানেই তাঁকে পুড়িয়ে হত্যা করা হয়। মামলায় গ্রাম্য প্রতিপক্ষের লোকজনকে আসামি করা হয়েছে।স্থানীয়ভাবে জানা যায়, জামরিলডাঙ্গা গ্রামের আকসির মোল্যা গ্রুপের হাতে প্রায় একবছর আগে ছালেহা বেগমের ছেলে আরিফ খন্দকার খুন হন। এ নিয়ে দু’ পক্ষের মধ্যে হত্যাসহ একাধিক মামলা আছে। পরিবারের অভিযোগ, ঘটনার রাতে প্রতিপক্ষের কাস্টমস অফিসার আকসির মোল্যা আরিফ খন্দকারের বাড়িতে দলীয় লোকজন  নিয়ে এসে হুমকি প্রদান করেন। আকসির মোল্যা ও তার লোকেরা চলে যাবার কিছুক্ষন পর অগ্নিকান্ড ঘটে এবং মুহুর্তের মধ্যে বারান্দায় ঘুমন্ত ছালেহা বেগম পুড়ে ছাই হয়ে যান। তিন বছর যাবত পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা ছালেহা তার নিজ বাড়ির বসত ঘরের বারান্দায় ঘুমাতেন।মৃত ছালেহার পরিবারের অভিযোগ, বৃদ্ধা সালেহা বেগমের ছেলে অরিফ খন্দকারের হত্যাকারিরাই তার মাকে পুড়িয়ে হত্যা করেছে।মামলটির তদন্ত কর্মকর্তা মো. আমানউল্লাহ আল বারী জানান, বৃদ্ধা সালেহা বেগমকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, প্রাথমিকভাবে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তদন্ত চলছে। হত্যান্ডের রহস্য দ্রুতই উদঘাটিত হবে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।