ঢাকাFriday , 17 May 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায়  পুলিশের এসআই নিহত,ট্রাক চালক আটক

Link Copied!

কে.এইচ.নজরুল ইসলাম,নরসিংদী:নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান নিহত হয়েছেন,ট্রাক চালক আটক।বৃহস্পতিবার(১৬ মে) কর্মস্থল ঢাকা থেকে মোটরসাইকেল যোগে নরসিংদীর নিজ বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বাগহাটা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত এসআই মোস্তাফিজুর রহমান জেলার শিবপুর উপজেলার মুনসেফেরচর গ্রামের বজলুর রহমানের পুত্র।তিনি ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন।পুলিশ সূত্রে জানাজায়, মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা রাতুন ট্রেক্সটাইলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে পুলিশের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান গুরুতর আহত হয়।এরপরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের এসআইয়ের চাচা শ্বশুর মেহেদী হাসান ফারুক বলেন, গত দেড় বছর আগে মোস্তাফিজুরের সঙ্গে তার ভাতিজি বর্ষাকে বিয়ে দেয়।বর্ষা ৭ মাসের গর্ভবতী।এর মধ্যে দুর্ঘটনায় মোস্তাফিজুরে প্রাণ গেল।নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান বলেন, ঘাতক ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ সদস্যের মরদেহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।