ঢাকাWednesday , 9 June 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সঙ্গীতে পারদর্শী সপ্তমী মন্ডল

Link Copied!

উজ্জ্বল রায়:
একটি মানবিক আবেদন। সপ্তমী মন্ডল ছোটবেলা থেকেই সঙ্গীতে পারদর্শী। সে একাধিকবার ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করেছে। কিন্তু বর্তমানে তার উজ্জ্বল সম্ভাবনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি জটিল শারীরিক সমস্যা। সে একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত! শক্ত খাবার খেতে পারে না। তাকে বিশেষ প্রক্রিয়ায় তরল খাবার খাওয়াতে হয়। অ্যাপোলোসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে দেখানোর পরেও ডাক্তারগণ রোগ নির্ণয় করতে সমর্থ হয়নি। এরপর ভারতের কলকাতা, ব্যাঙ্গালোরে দেখানোর পরে সবশেষে ব্যাঙ্গালোরের ডাক্তারগণ তার রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য ৭ জন ভিন্ন ভিন্ন বিষয়ে অভিজ্ঞ ডাক্তার নিয়ে মেডিকেল বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এতে তাদের কমপক্ষে ১০ লক্ষ টাকার দরকার পড়বে(১৫ দিনে)। ইতোমধ্যে বাংলাদেশ ও ভারতে চিকিৎসা বাবদ তাদের প্রায় ৬ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে! কিন্তু আর্থিক অস্বচ্ছলতায় পড়া পরিবারের পক্ষে আর কোনভাবেই ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না! অন্যদিকে পরিস্থিতির আরো অবনতি হওয়ায় যতদ্রুত সম্ভব চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। এমতাবস্থায় রোগীকে বাঁচানোর জন্য নিরূপায় হয়ে তার পরিবারের পক্ষ থেকে সকলের সাহায্য প্রার্থনা করছি।
কেবলমাত্র আপনাদের সহযোগিতাই ওকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করতে পারে। খুলনার মেয়ে সপ্তমী মন্ডল। Account name: Projib Halder Account number: 12710549705
Dutch Bagla Bangla Limited, Barishal Branch Routing number: 090060289
BKash / Nagod: 01711486194
Rocket: 017114861943 পরিবারের সাথে যোগাযোগ নাম্বার: 01718203430 (মা)
+8801937725516(হোয়াটসঅ্যাপ রোগীর সাথে আছে) বিঃদ্র: (রোগীর বাবা ভারতে অবস্থান করায় তাদের একাউন্ট ব্যবহার সম্ভব হয়নি। পরিবারের অনুমতি সাপেক্ষে একাউন্ট গুলো ব্যবহার করা হয়েছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।