ঢাকাSaturday , 4 April 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

তথ্য গোপন করে খাবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন

Link Copied!

পুলক সরকার, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বলেন, জয়পুরহাটে এখনও পর্যন্ত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত না হলেও আমাদের আরও সচেতন হতে হবে, প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না, অসহায় ও দরিদ্রদের জন্য সরকার জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে খাবার পৌঁছে দিচ্ছে, তবুও এমন অনেক শ্রেণী পেশার মানুষ আছেন যারা খাবার চাইতে পারছেন না তাদের খবর জেলা প্রশাসনকে দিলে তথ্য গোপন করে আমাদের লোক গিয়ে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হবে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার প্রদত্ত নির্দেশনা অনুসারে জয়পুরহাট জেলা কর্তৃক গৃহীত উদ্যোগগুলো তুলে ধরে সাংবাদিক সন্মেলনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, সামাজিক দূরুত্ব বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সমন্বিত ভাবে কাজ করছেন সেনাবাহিনী। জেলায় ৩৪২ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন এদের মধ্যে ২১৭ জনকে অবমুক্ত করা হয়েছে, ২২ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন তাদের মধ্যে ২০ জনকে অবমুক্ত করা হয়েছে। 
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল আলীম ও সহ-সভাপিত এস এম শফিকুল ইসলাম প্রমুখ ।
সরকারী নির্দেশনায় জয়পুরহাট জেলার ৫টি উপজেলা শহরের বিপনী বিতান ও মার্কেটগুলো রয়েছে বন্ধ। জরুরী প্রয়োজন ছাড়া কোন মানুষ এখন আর ঘরের বাইরে বের হচ্ছেন না।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।