ঢাকাSunday , 8 April 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

জেএসসি পরীক্ষা প্রস্তুতিঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

Link Copied!

মুহাম্মদ নোমান ছিদ্দীকীঃ

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের নমুনা সৃজনশীল প্রশ্ন সাজেশন আকারে দিলাম। তোমরা চর্চা করবে এবং নিজে নিজে উত্তর লিখার চেষ্টা করবে। পরীক্ষার প্রস্তুতির উত্তম সময় এখনই। পাঠ্যবই ভালভাবে হৃদয়াংগম হলে উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে সৃজনশীলতার পরিচয় দিতে পারবে।
০১। .সামান্তা ও তার কয়েকজন বান্ধবী মিলে পাহাড়পুরের সোমপুর বিহারে বেড়াতে গিয়েছিল। সেখানে তারা ঘুরে ঘুরে প্রাচীন বাংলার নানা ঐতিহ্য দেখেছে। তারা লক্ষ করল পোড়ামাটির কাজ এখানে খুব বেশি। বিভিন্ন রকম পুতুল আর দেয়াল চিত্র তাদের ভীষণভাবে মুগ্ধ করেছে।

ক. বাঙালির প্রথম সাহিত্য নিদর্শনের নাম কী?

খ. পোড়ামাটির কাজ কাকে বলে? ব্যাখ্যা কর।

গ. সামান্তা ও তার বান্ধবীদের সোমপুর বিহারে দেখা দ্রব্যগুলো বাঙালির কোন ঐতিহ্যবাহী শিল্পের অংশ বিশেষ? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের শিল্পের সাথে বাঙালির সাহিত্য-শিল্পের কী কোনো পার্থক্য রয়েছে? বিশ্লেষণ কর।

০২।.সাবা তার আব্বু আম্মুর সাথে আহসান মঞ্জিল ও জাতীয় জাদুঘর ঘুরে দেখেছে। এর ফলে তার সামনে কয়েকশত বছরের ইতিহাস উম্মেচিত হয়েছে। আব্বু তাকে বলেছেন, তুমি যে নিদর্শনগুলো দেখলে তা ইতিহাসের অন্যতম উপাদান। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এ নিদর্শনগুলো রয়েছে। এসব নিদর্শনগুলো দেখলে তোমার মাঝে জাতীয় ঐতিহ্যবোধ ও সচেতনতাবোধ জাগ্রত হবে।

ক. প্রত্ন শব্দের অর্থ কী?

খ. বাহাদুর শাহ পার্কের নামকরণের কারণ উল্লেখ করো।

গ. সাবা ইতিহাসের কোন উপাদানটি দেখেছে? মানজীবনে এই উপাদানের অবদান কতটুকু ব্যাখ্যা কর।

ঘ. সাবা’র আব্বু ঢাকা শহরের আর কোন নিদর্শনগুলোর কথা বলেছেন? আলোচনা করো।

০৩.প্রতিবছর ফেব্রুয়ারি মাসে মামার সাথে ইমা ও ইরা বই মেলায় ঘুরতে যায়। বই মেলার এই বর্ণাঢ্য আয়োজন বাঙালি জাতিকে পুরো একটি মাস ভাষাপ্রেমী করে রাখে। এছাড়াও পুরো বছর জুড়ে বিভিন্ন সংগঠনের থাকে নানামুখী কর্মকান্ড। ইমা ও ইরা ওই সকল প্রতিষ্ঠানের আকর্ষণীয় অনুষ্ঠানেও যায় মামার হাত ধরে ।

ক. বাংলা ভাষার ঐতিহ্য রক্ষায় কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে?

খ. বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে ড. মুহম্মদ শহীদুল্লাহর অবদান ব্যাখ্যা কর।

গ. ইমা ও ইরার দেখা প্রতিষ্ঠানটির পটভূমি কী? এ প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাখ্যা কর।

ঘ. ইমা ও ইরা উক্ত প্রতিষ্ঠান ছাড়া অন্য যে সকল প্রতিষ্ঠানের আয়োজন দেখতে যায় তাদের কার্যক্রম আলোচনা করো।

০৪. প্রবাসী জায়েদ বিন কাশিম সাহেবের আর্থিক সহায়তায় পশ্চাত্পদ নবীনপুরে স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠিত হলে এলাকার মানুষ শিক্ষা গ্রহণ করে সচেতন হয়ে ওঠে। শিক্ষিত যুবক অরণ্য নারীশিক্ষা, মানবাধিকার, মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে সবাইকে সচেতন করতে সক্ষম হয়।

ক. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

খ. ‘ছিয়াত্তরের মন্বন্তরের’ কারণ বর্ণনা কর।

গ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির সাথে ঊনবিংশ শতাব্দীর বাংলার কোন পরিস্থিতির সাদৃশ্য আছে– ব্যাখ্যা কর।

ঘ. অরণ্যের মতো সমাজ সচেতন ব্যক্তিবর্গের ফলই ভারতের স্বাধীনতার পথ সুগম করেছে– স্বপক্ষে মতামত দাও।

…………………………………………………(চলবে)

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।