ঢাকাWednesday , 29 September 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

জামালগঞ্জ থানার উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি ঃ
জামালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গা পুজা উপলক্ষে থানা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ মোহম্মদ সাইফুল আলম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, ও কমিউনিটি পুলিশিং জামালগঞ্জ শাখার সভাপতি ফেনার বাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ জামালগঞ্জ শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার।
বিষয় ভিত্তিক গঠন মূলক আরও বক্তব্য রাখেন, ডিএসবির সাব ইন্সপেক্টর মো. ইয়াসমিন, পুজা উদযাপন পরিষদ জামালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য সম্ভু, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ জামালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ,পুজা উদযাপন পরিষদ জামালগঞ্জ শাখার যুগ্ন সাধারণ সম্পাদক সচিব অজিত কুমার রায়, পুজা উদযাপন পরিষদ ফেনার বাঁক ইউনিয়ন শাখার সভাপতি সিন্ধু ভুষণ তালুকদার, বেহেলী ইউনিয়ন শাখার সভাপতি সুবোধ রঞ্জন দাস, ভীমখালী ইউনিয়ন শাখার সভাপতি বিশ্বজিত রায় গৌতম, রামপুর পুজা উদযাপন কমিটির সভাপতি মনোব্রত চক্রবর্তী, সাচনা চৌধুরী বাড়ির পুজা কমিটির সভাপতি সৈকত ঘোষ চৌধুরী, বেহেলী পুজা কমিটির সভাপতি জ্যোতিলাল দাস, প্রেশ মিডিয়া প্রতিনিধি প্রমূখ।
বক্ত্যরা বলেন, ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গা পুজা উদযাপনে জামালগঞ্জে অতীতের মতো সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে আনন্দ উৎসব করব। আইন শৃঙ্খলার যাহাতে অবনতি হয় না ঘটে ও সরকারের ভাব মূর্তি বিনষ্ট না হয় সেদিকে বিশেষ নজর রাখার আহ্বান জানান।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।