ঢাকাWednesday , 22 September 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

ঘুমধুম ক্রীড়া পরিষদ ফুটবল লিগের উদ্ধোধনী খেলায় বক্তারা-খেলাধুলা মাদক নির্মূলে সহায়ক ভুমিকা রাখে

Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজারঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ক্রীড়া পরিষদ আয়োজিত ঘুমধুম ফুটবল লিগ-২০২১’র উদ্ধোধনী
খেলা অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের পূর্ব পাশে ঘুমধুম মাঠে উদ্ধোধনী খেলায় শহীদ শেখ ফজলুল হক মনি একাদশ বনাম বালুখালী শহীদ সৈনিক ইসমাঈল স্নৃতি পরিষদ একাদশের মধ্যে তীব্র প্রতিদন্ধিতায় খেলা চলে।নির্ধারিত সময়ে শহীদ শেখ ফজলুল হক মনি একাদশ ১-০ গোলে বালুখালী শহীদ সৈনিক ইসমাঈল স্নৃতি ক্রীড়া পরিষদ একাদশ কে হারিয়ে জয়লাভ করে।

ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ঘুমধুম ক্রীড়া পরিষদের স্থায়ী সদস্য নুর হোসেন শিকদারের সভাপতিত্বে খেলার উদ্ধোধনী অনুষ্ঠানে উদ্ধোধক
ছিলেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন’র প্রতিনিধি এসআই আল আমিন।

প্রধান অতিথি ছিলেন ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব খালেদ সরওয়ার হারেজ।গেষ্ট অব অনার ও শহীদ শেখ ফজলুল হক মনি ফুটবল একাদশের প্রধান পৃষ্টপোষক এবং ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর।

বিশেষ অতিথি ছিলেন ঘুমধুম ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন,উখিয়া প্রেসক্লাবের সদস্য, উক্ত ফুটবল লিগের মিডিয়া পার্টনার চট্টলা বাংলা ডটকমের সম্পাদক, সাংবাদিক শ.ম.গফুর,ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম শিকদার,পালংখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন,
মাষ্টার মোঃ ইউনুস,সাবেক খেলোয়াড় কামরুল হাসান শিমুল,রামু খেলাঘরের সদস্য রাহাত,ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।

ধারা ভাষ্যকার ছিলেন নুর হোসেন ও আতিকুর রহমান।
মাষ্টার সিরাজুল হক ও রোস্তম আলী সহ ৩ জন রেফারী সুশৃংখল পরিবেশে খেলা পরিচালনায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন।খেলায় সেরা খেলোয়াড়ে পুরস্কৃত হন শহীদ শেখ ফজলুল হক মনি একাদশের পক্ষে একমাত্র গোল দাতা মিজান।

খেলার উদ্ধোধনী বক্তব্যে অতিথিরা সংক্ষিপ্ত আলোচনায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে খেলার প্রয়োজন রয়েছে।মাদক থেকে বিরত থাকতে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।মাদকের ভয়াল থাবা সীমান্ত এলাকা ঘুমধুমে প্রবেশ করেছে বহু আগেই।আইনশৃঙ্খলা বাহিনী যথাসাধ্য মাদক জব্দ করেছে।পাচারে জড়িত অনেকেই আইনের আওতায় এসেছে।
এখনো বহু মাদক কারবারি কারান্তরীন আছে।মাদকের আগ্রাসন থেকে ছাত্র-যুব সমাজ কে রক্ষা করতে হবে।এর জন্য প্র‍য়োজন সম্মিলিত প্রচেষ্টা। খেলাধুলায় একমাত্র সম্মিলন।যেখানে সকলের অংশ গ্রহণে মাদক থেকে দূরে থাকা যাবে।তাই ঘুমধুমের মাটিতে নিয়মিত খেলাধুলা চর্চা করা হউক।ঘুমধুম থেকেই জাতীয় মানের খেলোয়াড় সৃষ্টিতে আমরা দলমত নির্বিশেষে এক কাতারে একই পতাকায় সমবেত হই।মাদক নির্মূলে সহায়ক প্রচেষ্টা অব্যাহত রাখি।

এসময় ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছৈয়দ নুর,আবদুল মালেক ফকির,থাইংখালী খেলোয়াড় সমিতির সভাপতি সুলতান আহমদ,ক্রীড়া সম্পাদক নোমান খান,পালংখালী ইউনিয়ন যুবদল নেতা ইকবাল বাহার,সংবাদকর্মী আলাউদ্দিন শিকদার,মিডিয়া পার্টনার চট্টলা বাংলা ডটকমের নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধান আজিজুল হক রানা,নিজস্ব প্রতিবেদক ও উক্ত ফুটবল লিগের মিডিয়া সমন্ধয়ক এম.এ.রহমান সীমান্ত,বালুখালীর কৃতি খেলোয়াড় নুরুল আবসার সাজু,ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর,ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের নেতা ওমর ফারুক,ঘুমধুম ক্রীড়া পরিষদের পক্ষে মাষ্টার ছৈয়দুর রহমান হীরা,শাহ জালাল,ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম সোহেল,মামুন,আমিন,বেলাল,যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সহ ঘুমধুম ক্রীড়া পরিষদ নেতৃবৃন্দ,দুই দলের টিম ম্যানেজার সহ বিভিন্ন শ্রেনীপেশার ক্রীড়াপ্রেমি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।