ঢাকাMonday , 6 September 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

ঘুমধুমের তুমব্রু বাজারে রহস্যজনক আগুণে পুড়ে ছাঁই ৫ দোকান,ক্ষয়ক্ষতি প্রায় ৮ লাখ

Link Copied!

 

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম ইউনিয়নে তুমব্রু বাজারে রহস্যজনক আগুণে ৫ টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাঁই হয়ে গেছে।দাড়িয়ে আছে কয়েকটি পোড়া বিধ্বস্ত কাঠের খুটি।এতে অন্তত ৮ লাখ টাকার ক্ষতিগ্রস্তের কারণে নিঃশ্ব হয়ে গেছে ৫ দোকানদার।

তুমব্রুর স্থানীয় বাসিন্দা গ্রাম পুলিশ আবদুল্লাহ, দোকানদার ফখর উদ্দিন,শেখ কামাল জানান,ইতিপূর্বে অন্তত ৩/৪ বার আশরাফ আলীর মুরগীর দোকানে বৈদ্যুতিক তার কাটা,বাল্ব ভাঙ্গা,টিনের ছাউনী উপড়ে ফেলা সহ আরো কয়েকবার আগুণ ধরিয়ে দিয়েছিল দূস্কৃতকারীরা।কিন্তু ভাগ্যক্রমে রক্ষা পায় সেই যাত্রা গুলোতে।এবারো সেই অজ্ঞাত দূস্কৃতকারীরা আগুণ ধরিয়ে দিয়েছে বলে প্রবল সন্দেহ করছেন তারা।এমন অভিযোগ শত-শত স্থানীয়দের।

ক্ষতিগ্রস্ত দোকানদাররা বলেন, ৬ সেপ্টেম্বর(সোমবার) ভোর ৪টা ২০ মিনিটের দিকে তুমব্রু বাজারে রহস্যজনক অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।
স্থানীয়রাও জানান, ছৈয়দ নুর মার্কেটে আশরাফ আলীর বয়লার মুরগির দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায়।

উখিয়ার ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত তুমব্রু বাজারে এসে স্হানীয়দের সহযোগিতায় ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আশরাফ আলীর মুরগীর দোকান,নুর আয়েশার খাদ্য দ্রব্যের দোকান,নরী হোছাইনের চায়ের দোকান,নুর বশরের পানের দোকান ও খাইরুল বশরের মুদির দোকান পুড়ে ছাঁই হয়ে অন্তত ৮ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।

উখিয়ায় দায়িত্বরত দমকল বাহিনীর অফিসার এমদাদুল হক জানান,খবর পেয়ে দ্রুত তুমব্রু বাজারে পৌছে জনতার সহযোগিতায় আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।এতে ৫ টি দোকান পুড়ে গেলেও পুরো বাজার আগুণের লেলিহান শিখা থেকে রক্ষা করতে পেরেছি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ( পুলিশ পরিদর্শক) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ, ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি ছৈয়দুল বশর, ছাত্রলীগ নেতা বোরহান আজিজ সহ স্থানীয় ব্যবসায়ীরা।

তাৎক্ষনিক আগুণে পুড়ে নিঃশ্ব হওয়া দোকানদারদের ১০ হাজার টাকা করে ৫ জনকে ৫০ হাজার বিতরণ ও আগুণ নিভাতে অংশ নেওয়া ২ শতাধিক স্বেচ্ছাসেবকদের সকালের খাবারের ব্যবস্থা করেন ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর।

ঘটনাস্থলে যাওয়া ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন জানান,আগুণে ৫ টি দোকান পুড়ে গেছে।এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।পুলিশ,দমকল কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় বড় ধরণের অগ্নিকাণ্ডের লেলিহান শিখা থেকে তুমব্রু বাজারের অর্ধশতাধিক দোকান রক্ষা পেয়েছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।