ঢাকাSunday , 9 June 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

Link Copied!

রেজুয়ান খান রিকন: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আসিফ (১৪) নামের ৮ম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত স্কুল ছাত্র উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনীর পলাশ মিয়ার পুত্র।
স্থানীয়রা গ্রামবাসীরা জানিয়েছে, রোববার দুপুর সোয়া ১২টার সময় আসিফ তার কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে ঐ এলাকার ফকিরগঞ্জ ঘাটে করতোয়া নদীতে গোসল করতে যায়। এসময় সে সকলের অগচরে নদীর পানিতে ডুবে গেলে তার বন্ধুবান্ধব ও স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্ররুত্ব ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারের চেষ্টা করে ব্যার্থ হয়। পরে তারা রংপুর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবরি দলকে খবর দিলে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনেক চেষ্টার পর বিকেল সোয়া ৪টায় আফিসের মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন চন্দ্র শর্মা বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে ¯্রােত এবং বেশী পরিমান পানি না থাকলেও অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্তে আটকে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।