ঢাকাTuesday , 23 June 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে করোনা উপস্বর্গ নিয়ে মারা যাওয়া হিন্দু ব্যবসায়ী সৎকার করলেন কাউন্সিলর

Link Copied!

এনবি নিউজ একাত্তর-  
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের দূর্গাপর পুরাতন কেজি পাড়ার সাবেক পুলিশ কর্মকতা ও ঔষধ ব্যাবসায়ী শ্রীবাস চক্রবর্তী (৬৫)করোনা উপস্বর্গ নিয়ে মারা গেলে তার সৎকারের জন্য তার নিকট আত্নীয়-স্বজন,পাড়া প্রতিবেশী সহ অনেকের কাছে সাহায্য চেয়েও পাননি বলে জানান মৃতের পরিবার। তার পারিবারিক সূএে জানা যায় মৃত শ্রীবাস গত দুই-তিন দিন ধরে কাশি আর শ্বাসকষ্টে ভুগছিলেন আর অন্য কোন শারীরিক সমস্যা তার ছিল না তার সেই সাথে পরিবারে স্ত্রী এবং দুই ছেলে স্ত্রীও খানিকটা অসুস্থ ছিলেন গত কয়েক দিন হল। তার ছেলে জানান আজ সকালে হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়লে পাড়ার অনেককেই ডাকাডাকি করেও কারওর সাড়া না পেয়ে স্ত্রী সন্তান মিলে বগুড়া টি,এম,এস,এসে নিয়ে যাওয়ার পরই মারা যান তিনি। কান্না জড়ানো কন্ঠে তার স্ত্রী বলেন মারা যাওয়ার আগে পানি খেতে চেয়েছিলেন তিনি আশে পাশে অনেককে বলেও পানি দিতেও আসেনি কেউ, এরপর মরদেহ নিয়ে বাড়িতে ফিরলে ঘন্টাব্যাপি মরদেহ সৎকারের অপেক্ষায় পড়ে রইলেও তার আশে পাশের প্রতিবেশী তো দূরে নিকট আত্নীয়-স্বজন অবধী করোনা উপস্বর্গ থাকায় এগিয়ে আসেনি সৎকারে । তার পরিবার থেকে করোনা কালীন সময়ে সাহায্য করার জন্য সৎকারের যে বিশেষ ইউনিট রয়েছে তাদের সাথে বার বার যোগাযোগ করেও কোন সাহায্য পাননি বলে জানান তার পরিবার। এমতবস্থায় সংবাদটি গোবিন্দগঞ্জ থানায় জানালে থানা কতৃপক্ষ গোবিন্দগঞ্জ পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও পৌর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর রিমন তালুকদারকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিজ দায়িত্বে পুলিশের সয়াহতায় মরদেহ সৎকারের ব্যাবস্থা করেন । উল্লেখ্য যে বর্তমান দেশের দূর্য়োগস্থায় সৎকার -দাফন কাজ ছাড়াও আরও অসংখ্য কাজে বিশেষ ভুমিকা রেখে চলছেন তিনি যা প্রসংসার দাবীদার। মৃতব্যাক্তির পরিবারের পক্ষ থেকে রিমন তালুকদার সহ পুলিশ সদস্যদের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন । এ সময় কাউন্সির রিমন তালুকদার বলেন দেশের এই করোনা পরিস্থিতিতে সকলের সাথে সৌহার্দপূর্ন আচরনের মাধ্যমে সামাজিক সম্প্রতি বজায় ,সকলের প্রতি মানবিক আচরনের অনুরোধা জানান।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।