ঢাকাSaturday , 28 March 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে হোম কোয়রেন্টাইনে থাকা ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে হোম কোয়রেন্টাইনে থাকা অবস্থায় ক্যান্সারে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। তি‌নি গত ১৮ই মার্চ ভারত থেকে ক্যান্সারের চিকিৎসা নি‌য়ে দে‌শে ফে‌রেন। মৃত ওই নারীর হলেন কাশিয়ানী উপজেলার আন্ধারকোটা গ্রামের শুরেশ বিশ্বাসের স্ত্রী প্রভাতি বিশ্বাস (৫১)।

কা‌শিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সা‌ব্বির আহ‌মেদ ব‌লে‌ন, তার জানা ম‌তে ওই নারী ক্যান্সার আক্রান্ত ছি‌লেন। যেহেতু তিনি ভারত থে‌কে চিকিৎসা শে‌ষে দে‌শে এসেছিলেন তাই তা‌কে হোম কোয়া‌রেন্টাই‌নে রাখা হয়। অধিকতর সুরক্ষার জন্য তার পু‌রো

প‌রিবার‌কে হোম কোয়া‌রেন্টাই‌নে রাখা হ‌বে। এসময় প্রশাসনের পক্ষ থেকে তাদের সাহায্য করা হবে।

গোপালগঞ্জ জেলা সি‌ভিল সার্জন ডা. নিয়াজ মোর্শদ ব‌লে‌ন, তিনি খবর‌টি শু‌নেছেন‌। এ বিষ‌য়ে আইই‌ডি‌সিআরের সা‌থে যোগাযোগ করা হয়েছে।

সিংগা ইউনিয়নের চেয়ারম্যান প্রণব সরকার ব‌লে‌ন, ওই নারী ক্যান্সার আক্রান্ত ছি‌লেন এবং সম্প্রতি তিনি ভার‌তে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।