ঢাকাThursday , 12 April 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের মুকসুদপরে মধুমতি ব্যাংকের ৩০তম শাখা উদ্বোধন

Link Copied!

সুবল দাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে মুকসুদপুরে মধুমতি ব্যাংকের ৩০তম শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মনোয়ারা শপিং কমপ্লেক্সে’র দ্বিতীয় তলায় ব্যাংকটির শাখা উদ্বোধন করা হয়।

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর-কাশিয়ানী) সাংসদ লে. কর্নেল ফারুক খান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ব্যাংকটির মুকসুদপুর শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপসসহ অন্যান্য পরিচালক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ নূর-ই-আলম চৌধুরী, সাংসদ উম্মে রাজিয়া কাজল, ব্যাংকটির ভাইস-চেয়ারম্যান শেখ সালাউদ্দিন জুয়েল, সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, সামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: ইসমাইল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন সালাউদ্দিন আলমগীর, এ মান্নান খান, ফেরদৌসী ইসলাম, মনোয়ার হোসেন, আহসানুল ইসলাম টিটু, মজিবুল ইসলাম পান্না, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান খলিলসহ উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মধুমতি ব্যাংকের সফলতা কামনা করে বলেন, মধুমতি ব্যাংক প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখতে বদ্ধ পরিকর। এই ব্যাংকটির মাধ্যমে গ্রাহন দেশের প্রতিটি ইউনিয়নে গ্রাহক সেবা পাবে।

পরে অতিথিরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুস্পমাল্য অর্পন করেন। এ সময় তারা সেখানে কিছু সময় নীরবে দাড়িয়ে থাকেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশনেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।