ঢাকাSaturday , 31 July 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি- এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

Link Copied!

এনবি নিউজ একাত্তরঃ
দেশে প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা রেকর্ড করছে। এছাড়া প্রতিদিন অসংখ্য রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। অনেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় ভুগছে। এ প্রেক্ষিতে গাইবান্ধা জেলা পুলিশ মানবিক দায়িত্বের অংশ হিসেবে করোনা আক্রান্ত রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ফ্রি- এ্যাম্বুলেন্স সেবা চালু করেছে। এছাড়া অক্সিজেন স্বল্পতায় যারা শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় ভুগছে তাদের জন্য চিকিৎসকের পরামর্শ মোতাবেক ফ্রি-অক্সিজেন সরবরাহের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অদ্য ৩১/০৭/২০২১ ইং তারিখে এ সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, গাইবান্ধা জেলার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহরী, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার আবু খায়ের, এ,এসপি প্রবেশনাল সোহেল রানা, গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, গাইবান্ধা পুলিশ লাইন্স মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ডাঃ রুবেল সহ পুলিশের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা, সাংবাদিক ও পুসাগ এর সদস্যরা উপস্থিত ছিলন।এই সেবা প্রদানের জন্য জেলা পুলিশ কন্ট্রোল রুমে সার্বক্ষণিক একটি ০১৩২০-১৩৩২৯৯ হট লাইন চালু করা হয়েছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।