ঢাকাWednesday , 1 September 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাল আত্মসাতের অভিযোগে ১৬ ইউপি চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Rupom Ahmed
September 1, 2021 3:22 am
Link Copied!

জিআর প্রকল্পের পাঁচ হাজার ৮২৩ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ ইউপি চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ (পিআইও) ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের বিরুদ্ধে জিআর বরাদ্দের চাল কালোবাজারে বিক্রি করে ২২ কোটি ৩ লাখ ২১ হাজার ৫৯০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক।

এর আগে, গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ বাদী হয়ে মামলা করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ২০১৬-১৭ অর্থবছরে গোবিন্দগঞ্জ উপজেলায় ধর্মীয় সভার অনুকূলে পাঁচ হাজার ৮২৩ মেট্টিক টন জিআর প্রকল্পের চাল বরাদ্দ করা হয়। কিন্তু আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির আশ্রয় করে প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত জাল কাগজপত্র তৈরি করে বরাদ্দের চাল উত্তোলন করে কালোবাজারে বিক্রি করে ২২ কোটি ৩ লাখ ২১ হাজার ৫৯০ টাকা আত্মসাৎ করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায় বলেও মামলায় উল্লেখ করা হয়।

মামলার আসামিরা হলেন, (১) গোবিন্দগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, (২) কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী, (৩) কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রফিক, (৪) শাখাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহাজুল ইসলাম ভুট্টো, (৫) রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার, (৬) সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, (৭) দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. র. ম. শরিফুল ইসলাম জজ, (৮) তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, (৯) নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদর প্রধান, (১০) রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহদাত হোসেন, (১১) ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, (১২) গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মোস্তফা জগলুল রশিদ রিপন, (১৩) কামারদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম রতন, (১৪) কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, (১৫) শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেকেন্দার আলী মণ্ডল, (১৬) মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, (১৭) শালমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমির হোসেন শামীম, (১৮) গোবিন্দগঞ্জ পৌরসভার সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর গোলাপী বেগম ও (১৯) গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।