ঢাকাMonday , 9 December 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস- ২০১৯ পালিত হয়েছে 

Link Copied!

মোঃ মনির হোসেন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।।
অন্তর্ভূক্তিমূলক টেকসই উন্নয়ন: দুর্নীতির বিরুদ্ধে একসাথে” স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস- ২০১৯ পালি হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর যৌথ সহযোগিতায় “অন্তর্ভূক্তিমূলক টেকসই উন্নয়ন: দুর্নীতির বিরুদ্ধে একসাথে” স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি টাউন হলে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনা, বেলুন ফেস্টুন উড়ানো ও শান্তির পায়রা উড়ানো, মানববন্ধন, সনাক খাগড়াছড়ি’র উদ্যোগে গনস্বাক্ষর সংগ্রহ অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)’র সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা প্রশাসক খাগড়াছড়ি পার্বত্য জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রওনক আলম সহকারী পুলিশ সুপার খাগড়াছড়ি পার্বত্য জেলা , মোঃ আবুল বাশার  সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা, প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ান সভপতি সচেতন নাগরিক কমিটি (সনাক)  খাগড়াছড়ি , সুদর্শন দত্ত, সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) খাগড়াছড়ি এছাড়াও টিআইবি প্রতিনিধি সহ সনাক, স্বজন, ইয়েস সদস্য এবং বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার প্রধান অতিথি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, দুর্নীতি বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে, দুর্নীতি নিয়ে আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে। তিনি আরো বলেন, দুর্নীতির ফলে দেশের সাধারন জনগণ হয়রানির শিকার হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: হাবিব উল্লাহ(মারুফ) বলেন, বর্তমানে দুর্নীতি রোধ করার জন্য দুদক এর পাশাপাশি টিআইবি নিরলসভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করার লক্ষে জনসাধারণের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দুদকের সহকারি পরিচালক মোঃ আবুল বাশার বলেন, দুর্নীতি এমন এক জায়গায় দাড়িয়েছে যার ফলে মারাত্মকভাবে সাধারণ জনগন হয়রানির শিকার হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে সাধারণ জনগন, গণমাধ্যম ও বেসরকারি সংগঠন যাতে সোচ্চার ভূমিকা পালন করতে পারে, এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগন ঐক্যবদ্ধতা হয়ে রুখে দাঁড়াতে হবে। অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম বলেন, দুর্নীতিমুক্ত করতে হলে সর্বপ্রথম পরিবার থেকে দুর্নীতিমুক্ত করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, আগে আমরা নিজেকে বদলাতে হবে তারপর সমাজকে।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৯ উপলক্ষে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য নিম্নলিখিত সুপারিশসমূহ প্রস্তাব করছে:
১. চলমান দুর্নীতিবিরোধী অভিযানের বাস্তব সুফল নিশ্চিতে কোনো প্রকার ভয় বা করুণার ঊর্ধ্বে থেকে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘‘কাউকে ছাড় দেওয়া হবে না” এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে;
২. অন্তর্ভুক্তিমূলক টেকসই অভীষ্ট অর্জনে সকল অভীষ্টের কার্যকর বাস্তবায়নের পূর্বশর্ত হিসেবে অভীষ্ট ১৬ এর ওপর সর্বাধিক প্রাধান্য নিশ্চিত করতে হবে এবং এ লক্ষ্যে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে;
৩. দুর্নীতির বিরুদ্ধে সাধারণ জনগণ, গণমাধ্যম ও বেসরকারি সংগঠনসমূহ যাতে সোচ্চার ভূমিকা পালন করতে পারে, তার উপযুক্ত পরিবেশ নিশ্চিতে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে;
৪. সকল নাগরিকের বাক্‌-স্বাধীনতা নিশ্চিত করতে ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ ও ‘ফরেন ডোনেশনস (ভলান্টারি অ্যাক্টিভিটিস) রেগুলেশন অ্যাক্ট’ এর নিবর্তনমূলক ধারাসমূহ বাতিল করতে হবে;
৫. সরকারি খাতে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ করতে ‘সরকারি চাকরি আইন ২০১৮’ এর বিতর্কিত ধারাসমূহ বাতিল করতে হবে;
৬. ঋণ খেলাপিতে জর্জরিত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকিং খাতে দুর্নীতি ও জালিয়াতি এবং বেসরকারি ব্যাংকের নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারির সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; এক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবনা প্রণয়নের জন্য নিরপেক্ষ, যথাযথ যোগ্যতাসম্পন্ন, নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন করতে হবে;
৭. বিচার ব্যবস’া, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস’ায় পেশাদারি উৎকর্ষ ও কার্যকরতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমন্বিত ও পরিপূরক কৌশল গ্রহণ করতে হবে; এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর প্রধান ও সদস্যদের নিয়োগে যোগ্যতার মাপকাঠি নির্ধারণ এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ নিশ্চিত করতে হবে;
৮. তথ্য অধিকার আইন, ২০০৯ এর কার্যকর প্রয়োগের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, বিশেষ করে তথ্যের আবেদনকারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে;
৯. জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন, ২০১১’ বাস্তবায়নের জন্য একটি সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ আইন সম্পর্কে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর বিভিন্ন কর্মসূচি নিতে হবে।
১০. দুর্নীতি প্রতিরোধে দুদককে শক্তিশালী করতে রাজনৈতিক সদিচ্ছার কার্যকর প্রয়োগ নিশ্চিত করে প্রতিষ্ঠানটির ওপর সকল প্রকার প্রত্যক্ষ ও পরোক্ষ সরকারি ও রাজনৈতিক প্রভাব বন্ধ করতে হবে। অন্যদিকে দুদকে নেতৃত্ব পর্যায়ে  অকুতোভয় সৎসাহস, দৃঢ়তা ও নিরপেক্ষতার মাধ্যমে এর ওপর অর্পিত আইনি ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে দৃষ্টান্তমূলক কার্যকরতা নিশ্চিত করতে হবে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।