ঢাকাMonday , 16 April 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে তড়িতাহত হয়ে কৃষকের মৃত্যু

Link Copied!

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: রবিবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুরে সেচ পাম্পের তারে তড়িতাহত হয়ে কামরুল (৩২) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহতের বাড়ি পৌর এলাকার নওদগ্রামে। তিনি ওই গ্রামের নবী হোসেনের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন ১ টার দিকে কামরুল গরুর ঘাস কাটতে পার্শ্ববর্তী বিবির মাঠের সেচ পাম্পের কাছে যান। সেখানে পৌছানো মাত্রই ঝড়ে পড়া সেচ পাম্পের তারে তড়িতাহত হয়ে তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ প্রায় ৯ মাস আগে বিদ্যুৎ বিল বাকি থাকার কারণে বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ আইনদ্দিন নামে এ গ্রাহকের লাইন বিচ্ছন্ন করে। কিন্তু এরপর থেকে তিনি অবৈধ সংযোগ নিয়ে সেচ কাজ করে আসছেন। বিদ্যুৎ কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করেন। নিহত কামরুলের দেড় বছরের ১টি শিশু পুত্র রয়েছে বলে জানা গেছে। থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।