ঢাকাTuesday , 19 January 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম জেলা কারাগারে কয়েদীর মৃত্যু

Link Copied!

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
সাজা শেষ হওয়ার দুইদিন আগেই ইহকালের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমালেন অরবিন্দু চন্দ্র ওরফে বিন্দু মিস্ত্রি (৬৫) নামের এক বয়োঃবৃদ্ধ। ১৭ জানুয়ারি বুকে ব্যথা উঠলে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি পরপরই তার মৃত্যু হয়।
জানা গেছে, গত ২১ ডিসেম্বর রাজারহাট উপজেলার হিন্দু পাড়া গ্রামের স্বর্গীয় কৈশাল চন্দ্রের পুত্র বিন্দু মিস্ত্রি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক নেশাগ্রস্থ অবস্থায় শান্তি বিনষ্টের অপরাধে দোষী সাব্যস্থ হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করে।
ষাটোর্ধ এই বৃদ্ধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের সাজা নিয়ে জনমনে নানান প্রতিক্রিয়া দেখা দেয়।কুড়িগ্রাম কারাগারের জেলার শরিফুল ইসলাম জানান, রোববার অরবিন্দু নামে এক কয়েদীর বুকে ব্যথা উঠলে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সে মারা যায়। তার সাজা শেষ হওয়ার আর মাত্র ২দিন বাকি ছিল।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার জানান, হাসপাতালে ভর্তি করার পরপরই অরবিন্দু মারা গেছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।