ঢাকাMonday , 19 October 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে বন্যা ও নদী ভাঙ্গনে গৃহহীন পরিবারে ঘর হস্তান্তর করেছে সেনাবাহিনী

Link Copied!

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে সেনা বাহিনীর তত্বাবধানে নির্মিত কুড়িগ্রামের চরফেসকা বাবদ হাতিয়া বকসী আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুরে চিলমারী উপজেলার নয়ারহাটে ইউনিয়নের ব্রহপুত্র নদের অববাহিকার চরফেসকা বাবদ হাতিয়া বকসীর চরে প্রকল্পের ২৪০টি ঘর উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেন ৬৬ পদাতিক ডিভিশনের পক্ষে লে. কর্ণেল রাজিবুল আবেদিন (পিএসসি)। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধগণ উপস্থিত ছিলেন।  এই আশ্রয়ণ প্রকল্পে ৪৮টি ইউনিট রয়েছে। প্রত্যেক ইউনিটে ৫টি করে পরিবার বাস করবে। সেখানে তাদের জন্য খাবার পানির ব্যবস্থা, স্যানিটেশন, শিশুদের জন্য খেলার মাঠসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। এ প্রকল্পের আওতায় ব্রহপুত্র নদের অববাহিকার নয়ারহাট ইউনিয়নে বন্যায় ও নদী ভাঙ্গনের ফলে গৃহহীন হয়ে পড়া ২৪০টি পরিবার বাসস্থানের সুযোগ পাবেন। উপজেলা প্রশাসন গৃহহীন পরিবারের তাকিলা করে এসব ঘর প্রদান করবেন। এ সময় লে. কর্ণেল রাজিবুল আবেদিন (পিএসসি) জানান, প্রধানমন্ত্রীর স্বপ্ন প্রতিটি গৃহহীন মানুষকে বাসস্থানের ব্যবস্থা করে দেয়া। গৃহহীনদের জন্য তৈরি এ প্রকল্পের অর্থ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই ছাড় দেয়া হয়। গত দুই মাসে এই প্রকল্পের ৪৮টি ইউনিটে ২৪০টি ঘর নির্মাণ করে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হল। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীতে প্রধানমন্ত্রীর এ স্বপ্ন বাস্তবায়নে অংশিদার হতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীও গর্বিত বলে জানান তিনি।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।