ঢাকাMonday , 14 December 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের চরাঞ্চলে সরিষা চাষে উজ্জল সম্ভাবনা

Link Copied!

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় বিভিন্ন নদ-নদী অববাহিকায় জেগে উঠা চর সমূহে চর ও নিচু জমিতে এবারে সরিষা চাষের উজ্জল সম্ভাবনা থাকায় এ চাষাবাদের প্রতি বেশি করে ঝুঁকে পড়েছে চাষিরা। কম খরচে অধিক লাভ হওয়ায় বলে এ বছর ব্যাপক হারে সরিষা চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনেরও সম্ভাবনা রয়েছে। উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পেলে এ চাষাবাদের প্রতি কৃষকদের আগ্রহ আরো বাড়বে বলে এমনটি জানালেন চাষিরা। জাতীয় খাদ্যের চাহিদা মেটাতে ধান গমের পাশাপাশি সরিষা চাষ  চরাঞ্চল এলাকায় জনপ্রিয় হয়ে উঠছে। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী, কদমতলা, নেওয়াবশ, গারুহারা, গোবিন্দপুর, মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড়, চরকৃষ্ণপুর ও উলিপুর উপজেলার সাহেবের আলগা, জাহাজের আলগা, নামাজের চর, মেকুরের আলগা, গেন্দার আলগা, কাজিয়ার চর, দলদলিয়া, থেতরাই, গুনাইগাছ, বজরা, বুড়াবুড়ী, বেগমগঞ্জ ইউনিয়নের মাস্টার পাড়া, আকেলমামুদ ও উত্তর বালাডোবা সহ বিস্তৃর্ণ চর এলাকায় এবারে শৈত্বপ্রবাহ থাকার পরেও চাষাবাদকৃত সবুজ ক্ষেতের সমারহ। ¯’ানীয় আজগার আলী, সেকেন্দার আলী, ছকমল হোসেন, ছোমেদ আলী সহ কতিপয় কৃষকদের কাছে সরিষা আবাদ কেমন হয়েছে জানতে চাইলে বলেন, এবার ১ বিঘা, ২ বিঘা, ৩ বিঘা পর্যন্ত সরিষা চাষ করেছি। আশা করছি ভালোই ফলন হবে। কৃষি অফিসের সহযোগিতা পেলে ফলন আরো বেশি হবে বলে বিশ্বাস তাদের। উলিপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাজেদুল করিম জানান, সরকারী ভাবে পুনর্বাসনের আওতায় কৃষকদের মাঝে বিনামুল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। এবারে  বারি সরিষা-৯, বারি সরিষা-১৪ ও তরি-৭ কৃষকরা চাষাবাদ করেছে। তবে স্বল্প মেয়াদী তরি-৭ সরিষা ফলন কম হলেও বারি সরিষা-৯ ও বারি সরিষা-১৪ ভালো ফলন হবে বলে আশা করা হচ্ছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।