ঢাকাSaturday , 29 June 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ছাদের পলেস্তরাধসে পড়ে কর্তব্যরত ওয়ার্ড বয় আহত 

Link Copied!

রুহুল আমিন রুকুঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ছাদের পলেস্তরা
ধসে পড়ে কর্তব্যরত ওয়ার্ড বয় আহত হয়েছেন। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন জরুরী
বিভাগে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যার দিকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরী বিভাগে রোগীকে সেবা প্রদান করার সময় হঠাৎ করে ছাদের পলেস্তরা ধসে পড়ে ওয়ার্ড বয় জাহাঙ্গীর আলম আহত হন। এ সময় চিকিৎসা নিতে আসা মর্জিনা বেগম (৪৫), স্বপ্না বেগম (২১), বর্ণালী (০৯) সহ কয়েকজন রোগী অল্পের জন্য রক্ষা পান। এ ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় জরুরী বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেলঅফিসার ডা. জসিম উদ্দিন সরকার জানান, হঠাৎ করে ছাদের পলেস্তরা ধসে পড়লে কর্তব্যরত হাতপাতালের ওয়ার্ড বয় জাহাঙ্গীর আলম পায়ে আঘাত পেয়ে আহত হন। তাকে হাতপাতালে ভর্তি করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জরুরী বিভাগের ছাদের পলেস্তরাধসে পড়ার কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।উনারা দ্রুত ধসে পড়া অংশ সংস্কারের উদ্দোগ গ্রহন করবেন বলে আশ্বাস দিয়েছেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।