ঢাকাTuesday , 8 June 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের উলিপুরে পুকুর পুনঃখননে, পুকুর চুরি

Link Copied!

রুহুল আমিন রুকু, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার মৎস্য উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পে পুকুর পুনঃখননে, পুকুর চুরির অভিযোগ উঠেছে। থেতরাই বাজার টোপের বাজারের ময়লা পানি জমানো খালে নামমাত্র পুকর পুনঃখনন করাসহ তিনটি ব্রিজের জলাবদ্ধতা বন্ধ করায় বন্যায় আবাদি জমিতে পানি জমে থাকাসহ রাস্তাঘাটের ক্ষতির আশঙ্কা এলাকাবাসীর। সরেজমিনে গিয়ে জানা গেছে, কুড়িগ্রাম মৎস্য বিভাগের আওতায় উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের টোপের বাজার ছড়া পুনঃ খনন (অংশ-১) বরাদ্দ ২০লাখ ও টোপের বাজার ছড়া পুনঃ খনন (অংশ-২) বরাদ্দ ১৯লাখ ৮৮হাজার টাকার প্রকল্পের নামমাত্র সভাপতি করে উলিপুর থেতরাই টোপের বাজার মাঠেরপাড় এলাকার আজম মিয়া নামে একব্যক্তি স্থানীয় এমপির নাম ভাঙিয়ে কাজ করছেন। আজম মিয়া প্রকল্প বাস্তবায়নে কুড়িগ্রাম মৎস্য বিভাগের সাথে আঁতাত করে মনগড়া-দায়সারাভাবে পুকুর পুনঃ খননের কাজ করায় সামান্য বৃষ্টিতে পুকুরের বাঁধের মাটি নীচে পড়ে পুকুর বন্ধ হয়ে যাচ্ছে এবং আসন্ন বন্যা ও টোপের বাজারের ময়লার পানিতে বিলীন হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, আজম মিয়া প্রকল্প বাস্তবায়নে দায়সারাভাবে পুকুর পুনঃ খনন কাজ করাসহ তিনটি ব্রিজের জলাবদ্ধতা বন্ধ করায় টোপের বাজারের ময়লা পানি পুকুরে নামাতে না পারায় সামান্য বৃষ্টিতে পুকুরের বাঁধের মাটি নীচে পড়ে পুকুর বন্ধ হচ্ছে।
টোপের বাজার ছড়া পুনঃ খনন প্রকল্প নেতা আজম মিয়া বলেন, স্থানীয় এমপি আমাকে কাজ দিয়েছে। আমি অনেক টাকার বিনিময়ে প্রকল্প এনে কাজ করছি। আপনার যা লেখার লেখেন। এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।