ঢাকাThursday , 19 April 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কুতুপালং ক্যাম্পের ইয়াবা ডিলার রোহিঙ্গা সোলায়মানের রাজত্ব থামাবে কে?

Link Copied!

শ.ম.গফুর,উখিয়া (কক্সবাজার)প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও কুতুপালং বাজার কেন্দ্রিক রোহিঙ্গা চোরাচালানীরা থেমে নেই।ব্যবসার ধরণ পাল্টিয়ে সিন্ডিকেট প্রধানও বদল হয়েছে।স্থানীয় পাচারকারী সিন্ডিকেটের সাথে আতাঁত করে এখন ইয়াবা ডিলার হিসেবে দায়ীত্ব পালন করছে রোহিঙ্গা সোলেমান।তার সাথে ১ম স্ত্রী সেতারাও রয়েছে ইয়াবা ব্যবসার টাকা আদান- প্রদান দায়ীত্বে।কুতুপালং হয়ে ঢাকা,চট্রগ্রাম,কক্সবাজার কেন্দ্রিক ইয়াবা সরবরাহ,বিক্রি,টাকা গ্রহণে রয়েছে সোলেমানের ২ ভগ্নিপতি ও ২বোন।তাদের এক পরিবার কক্সবাজারে অপর পরিবার চট্রগ্রামে অবস্থান করে সোলেমানের বিশাল ইয়াবার ব্যবসার স্বাদ নিচ্ছে।সোলেমানের রয়েছে সিন্ডিকেটভুক্ত ইয়াবা পাচার,হুন্ডি বাণিজ্য,চোরাচালান,সোনা পাচার,মানব পাচার,কুতুপালং বাজারের ২ টি কম্পিউটার দোকান ছাড়াও এদেশের কোন আইন তোয়াক্কা না করে নতুন করে
আরো কয়েকটি নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।এসব দোকানের আড়াঁলে ইয়াবা ব্যবসা পরিচালনা,প্রত্যাবাসন বিরোধী রোহিঙ্গাদের অর্থযোগান, মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গী রোহিঙ্গাদের সাথে যোগসুত্রসহ বহুমুখী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে অবাধে। মিয়ানমার থেকে পালিয়ে উখিয়ার কুতুপালং পুরনো ক্যাম্পের বি- ব্লকে আশ্রিত আল ইয়াকিন সদস্য রোহিঙ্গা সোলেমান (ইয়াবা ডিলার) সিন্ডিকেট হিসেবে কুখ্যাতি লাভ করেছে।ইয়াবা ডিলার সোলেমান মিয়ানমারের বুচিডং এলাকার হাফেজ আহমদের ছেলে হলেও এপারে পালিয়ে আসে প্রায় ১ যুগ আগেই।সোলেমান গত কয়েক বছর আগেও একজন দরিদ্র রোহিঙ্গা ছিল।মিয়ানমার ও কুতুপালংয়ের স্থানীয় ইয়াবা সিন্ডিকেটের হয়ে মজুরীতে ইয়াবা পাচার, হুন্ডির টাকা বহনের দায়ীত্ব পালন করতে গিয়ে নিজেকে ইয়াবার বিশাল সাম্রাজ্যে জড়ান সোলেমান।ফলে দিন দিন তার ইয়াবা ব্যবসা ছাড়াও অবৈধ ব্যবসার পরিধি বাড়তে থাকে।ইয়াবা ব্যবসায় শুন্য থেকে কোটিপতি সোলেমান ১ম স্ত্রী সেতারা কে দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে অবাধে চালিয়ে যাচ্ছে সুদি ব্যবসাও।মোটাংকের লভ্যাংশে লাখ- লাখ টাকা সুদি ব্যবসায় বিনিয়োগ করছে সোলেমান ও স্ত্রী সেতারা। সে ক্যাম্প এলাকায়
কুখ্যাত ইয়াবা ডিলার হিসেবে পরিচিত বলে জানা গেছে। কুতুপালং ক্যাম্প কেন্দ্রিক ইয়াবা সিন্ডিকেট ইয়াবা ছৈয়দ কুতুপালংয়ের  লম্বাশিয়া ক্যাম্পে,কুজুলী
ইউনুস কুতুপালংয়ের বাজারে অবস্থান করে হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে মিয়ানমার থেকে পাচার করে এপারে  নিয়ে আসছে ইয়াবা,সোনার বার,নিষিদ্ধ সিগারেট সহ নানা চোরাই পণ্য। তাদের ছাড়িয়ে গেছে সোলেমান ডিলার।
মিয়ানমারের এসব কালোবাজারী এপারে এসেও হরদম চালিয়ে যাচ্ছে অবৈধ ব্যবসা। মুলত  ছৈয়দূর রহমান ইয়াবা ও হুন্ডি ব্যবসার সিন্ডিকেট মিয়ানমারে থাকতেই শুরু।আর সোলেমান ইয়াবা ডিলার হিসেবে রাতারাতি কোটিপতি বনে যাওয়ায় কুতুপালং বাজারে দুইটি  কম্পিউটার দোকান, নির্মাণাধীন নতুন দোকান, সুদি ব্যবসায় লাখ-লাখ টাকা বিনিয়োগ ছাড়াও কক্সবাজার- চট্রগ্রামে রয়েছে বহু সম্পদ।যে সম্পদ আপন বোন ও ভগ্নিপতিরা দেখভাল করে থাকে।সম্প্রতি সময়ে কুতুপালং ক্য্যাম্প বাজার থেকে সোলেমানের এক ভাগিনা ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছে।অপর দিকে ইয়াবা ছৈয়দ,কুজুলী ইউনুসের পাচার করা চোরাই পণ্যে উখিয়ার কুতুপালং বাজার সয়লাব হয়ে গেছে।মিয়ানমারের কুখ্যাত চোরাচালানী মিয়ানমারের বলী বাজারের কুজুলী ইউনুস কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়ে গড়ে তুলেছে চোরাচালানের নতুন সিন্ডিকেট।যে সিন্ডিকেটে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের গোরামিয়া মেম্বারের ছেলে কুতুপালং বাজারের দোকানদার ভুলু মিয়া ও আরো কয়েকজন পেশাদার চোরাকারবারি রয়েছে।ভুলু মিয়ার মাধ্যমে নানা চোরাই পণ্যের চালান,সোনার বার পাচার,বিদেশে মানব পাচার, করে থাকে। মিয়ানমার থেকে পালিয়ে আসলেও ইয়াবা ডিলার সোলেমান,কুজুলী ইউনুস আর ইয়াবা ছৈয়দের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে মিয়ানমারের ব্যবসায়ী মগ ও জান্তা সরকারের বিভিন্ন অফিসারের সাথে।যাদের মাধ্যমে এখনো বাংলাদেশ থেকে কোটি- কোটি টাকা হুন্ডির মাধ্যমে মিয়ানমারে পাঠাচ্ছে ইয়াবা ডিলার সোলেমান,কুজুলী ইউনুস-ইয়াবা ছৈয়দ সিন্ডিকেট।এসব অবৈধ ব্যবসার টাকা আদান- প্রদান হয় বিকাশ এজেন্ট ও হুন্ডির মাধ্যমে।সরকার জনস্বার্থ ও রাজস্ব আদায়ে উপজেলা ভিত্তিক বিকাশ নামের টাকা লেনদেনের এজেন্ট প্রথা চালু করলেও বর্তমানে তা হীতেবিপরীত হয়েছে। মিয়ানমার থেকে লাখ- লাখ রোহিঙ্গা এদেশে পালিয়ে এসে আশ্রয় নেওয়ার পর থেকে বিকাশ ও হুন্ডি ব্যবসায়ীদের তৎপরতা বেড়েছে আশংকাজনক ভাবে। রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক গড়ে উঠেছে প্রায় শতাধিক হুন্ডি ও বিকাশ এজেন্ট। যে সব এজেন্টের মাধ্যমে প্রবাসির টাকা সহ ইয়াবা বিক্রির টাকা লেনদেন করা হচ্ছে। ফলে রাষ্ট্রায়াত্ত ব্যাংক- বীমা প্রতিষ্টান গুলোতে রেমিট্যান্স কমে গেছে উল্লেখ্যযোগ্য ভাবে। সংশ্লিষ্টরা মনে করছেন বিকাশ ও হুন্ডি ব্যবসা সরকারের আর্থিক প্রতিষ্টানে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। তাই এসব ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করছেন সচেতন মহল।তথ্য অনুসন্ধানে জানা গেছে,রোহিঙ্গা ক্যাম্প ভিক্তিক সবচেয়ে বেশি বিকাশ ও হুন্ডি ব্যবসা চালিয়ে যাচ্ছে সিন্ডিকেটভুক্তরা। বিকাশের এজেন্ট সিম ছাড়াও রোহিঙ্গাদের রয়েছে নামে বেনামে অর্ধশত ব্যাক্তিগত বিকাশ সিম। এসব সিম থেকে প্রতিদিন লেনদেন করা হচ্ছে লাখ-লাখ টাকা।বাড়ী-বাড়ী গিয়েও রোহিঙ্গার হাতে হুন্ডির টাকা পৌছিয়ে দিচ্ছে। অস্বাভাবিক লেনদেনের অভিযোগ উঠেছে   কুতুপালং বাজারের স্থানীয় এজেন্ট ছাড়াও রোহিঙ্গাদের ব্যবহ্নত নামে- বেনামের বিকাশ এজেন্ট গুলোর বিরুদ্ধে।এখন রোহিঙ্গা ইয়াবা ডিলার সোলেমান,কুজুলী ইউনুস,ইয়াবা ছৈয়দ সিন্ডিকেট নতুন করে হুন্ডির মাধ্যমে ইয়াবা,চোরাচালান,মানব পাচারের সকল টাকার লেনদেন করে যাচ্ছে। স্থানীয় ইউপির জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে রোহিঙ্গারা এদেশের আইনকানুন কে তোয়াক্কা করছেনা।নিজেরাই যেমন ইচ্ছে বৈধ-অবৈধ সব ব্যবসা নিয়ন্ত্রণে নিয়েছে।প্রসংগত: ২৫ আগষ্টের পর থেকে মিয়ানমার হতে পালিয়ে আসা প্রায় ৭ লাখের বেশী রোহিঙ্গা উখিয়ার ৭টি অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিয়েছে। উখিয়া-টেকনাফে নিবন্ধিত ১১ লাখ,পুরনো ৫ লাখ সহ প্রায় ১৬ লাখ রোহিঙ্গার আশ্রিত বসবাস।এসব ক্যাম্প গুলোতে তল্লাশী চালালে দেখা যাবে প্রায় শতাধিক হুন্ডি ও বিকাশ এজেন্টের মাধ্যমে টাকা লেনদেন হচ্ছে। এমনকি রোহিঙ্গা ইয়াবা ডিলার সোলেমান,কুজুলী ইউনুস এবং ছৈয়দ কে গ্রেফতার পুর্বক ব্যাপক জিজ্ঞাসাবাদ ও ব্যবহৃত মোবাইল সিম নিরীক্ষা করলে বিভিন্ন দেশের ব্যক্তি এবং মাফিয়া ডনদের সাথে অবৈধ লেনদেনের বহু অজানা তথ্য বেরিয়ে আসবে।সরেজমিনে কুতুপালং ক্যাম্প বাজারে গিয়ে দেখা যায় রোহিঙ্গা ইয়াবা ডিলার সোলেমান,কুজুলী ইউনুস ইয়াবা ছৈয়দ কখনো ব্যবসায়ী,কখনো নিরীহ রোহিঙ্গা সেজে ঠিকই বহুমুখী অনৈতিক ব্যবসা হরদম চালিয়ে যাচ্ছে। তাতে এদেশের কোন আইনই যেন তারা মানছেনা। কুতুপালং বাজারে অন্তত ৫ শতাধিক রোহিঙ্গা দোকানী রয়েছে, যারা কোন না কোন অবৈধ ব্যবসায় জড়িত।যারা  আইনশৃংখলাবাহিনীর কতিপয় লোকজনকে মাসোহারার বিনিময়ে অবৈধ ব্যবসা “হালাল” করছে।এভাবে প্রায় শতাধিক বিকাশ ও হুন্ডি ব্যবসায়ীর সাথে সখ্যতা গড়ে তুলে রোহিঙ্গা ইয়াবা ডিলার সোলেমান,কুজুলী ইউনুস,ইয়াবা ছৈয়দ কুতুপালং থেকেই নিয়ন্ত্রণ করছে অবৈধ ব্যবসা। উখিয়ার বিভিন্ন শরনার্থী ক্যাম্পে প্রকাশ্যে লেনদেন করছে উল্লেখিত সিন্ডিকেট। তবে রোহিঙ্গা বস্তি ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারী মোহাম্মদ নুর জানান,অবৈধ ব্যবসার কারণে বার- বার রোহিঙ্গার ভার্বমুতি প্রশ্নবিদ্ধ হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা দাবী করেন ওই বিকাশ এজেন্টদের আটক করা হলে উখিয়ার সমস্ত ইয়াবা ব্যবসায়ীসহ প্রতি মাসে কত পরিমাণ ইয়াবা ব্যবসার টাকা লেনদেন হচ্ছে তা বেরিয়ে আসবে।
এব্যাপারে উখিয়া সোনালী ব্যাংকের ম্যানেজার মনজুর আলম বলেন, যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতো বিকাশ এজেন্ট গড়ে উঠার কারণে ব্যাংক খাতে সরকারী রেমিট্যান্স উল্লেখযোগ্য ভাবে কমে গেছে। তিনি আরো দাবী করেন বিকাশ সাইনবোর্ডের আড়ালে হুন্ডির টাকাও লেনদেন হচ্ছে। যত্রতত্র বিকাশ এজেন্ট গড়ে উঠার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী  জানান, রোহিঙ্গা সংকটে ব্যস্ত থাকার কারণে পরে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করছি।সম্প্রতি ৩৬ হাজার পিস ইয়াবাসহ ২ দুই রোহিঙ্গাকে আটক করে জেলহাজতে পাঠিয়েছি।স্থানীয়দের দাবী ইয়াবা ডিলার সোলেমান সহ এসব রোহিঙ্গা ব্যবসায়ীদের গ্রেপ্তার পুর্বক আইনের আওতায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে ইয়াবা ও বহুমুখী অপরাধ জড়িতদের অজানা তথ্য বেরিয়ে আসবে। অবিলম্বে এসব অবৈধ কারবারে প্রশাসনের নজরদারী দাবী করেছেন স্থানীয়রা।

 

ছবি: রোহিঙ্গা ইয়াবা ডিলার সোলেমান

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।