ঢাকাSaturday , 28 March 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে করোনা  ভাইরাসের আতঙ্ক গ্রাম অঞ্চলে চায়ের দোকানে চলছে জমজমাট ভিড়

Link Copied!

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে প্রাণঘাতী করোনা ভাইরাসে আতঙ্ক দেশ এই মুহূর্তে চলছে গ্রাম অঞ্চলে চায়ের দোকানে ভির সচেতনতা করা হলেও তা যেন মানছে না চায়ের দোকান মালিক।জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ধরলা নদীর অবহিত  চর কৃষ্ণপুর গ্রামের বল্টুর মোড়,চড়সিতাইঝাড় নয়ারহাট, পাঁচগাছী ইউনিয়নের উত্তর কদমতলা, নেওয়া বস, ভেলুর হাট, ওয়াবদা বাজার। উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট, কড্ডার মোড়, খুদির কুটি বাজার, চৌমুহনী বাজার ও একতা বাজারসহ বিভিন্ন রাস্তার উপর মুদির দোকানে চা নাস্তা খাওয়ানো হচ্ছে। বিভিন্ন ক্রেতাদের হোটেল মালিকদের স্বেচ্ছাচারিতার কারণে হোটেলের ভিতরে জনসমাগম লক্ষ্য করা গেছে ২৮ মার্চ শনিবার এ দৃশ্য চোখে পড়ে তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান গনের মাধ্যমে ব্যাপক সচেতনতা করা হলেও তাদের চোখের আড়ালে হোটেল গুলোতে চলছে চা ও নাস্তা বিতরণ। শহর এলাকায় হোটেল রেস্তোরা দোকান গুলো বন্ধ থাকায় গ্রাম অঞ্চলে হোটেল গুলোতে নোংরা পরিবেশে ক্রেতাদের মাঝে খাবার বিতরণ করছেন দেদারছে। নেই মাস্ক ব্যবহার নেই হাত ধোয়ার সাবান  ব্যবহার। বর্তমান সরকারের ঘোষণায় প্রাণঘাতী করোনা ভাইরাসের সচেতনামূলক হোম কোয়ার্টারে থাকার নির্দেশনা প্রয়োজন ছাড়া নিজ বাড়ি থেকে বেরিয়ে যাবে না গণপরিবহন বন্ধ তা গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  কার্যকারী হইবে।  তাহা গ্রাম অঞ্চলের হোটেল মালিক ও ভাড়াটিয়া মোটরযান অতিরিক্ত লাভের আশায় তা মানছেন না। যাহা আইনের বহির্ভূত কাজ হচ্ছে নয়ারহাট বাজারে প্রবীণ কাপড় ব্যবসায়ী দারোগ আলী জানান ২৭মার্চ শুক্রবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবলু মিয়া প্রশাসনকে নিয়ে উপস্থিত হয়ে বাজারে অযথা ঘোরাঘুরি খাদ্যদ্রব্য দোকান ছাড়ার সব বন্ধ রাখার ঘোষণা দেন। শনিবার সকাল থেকে চায়ের দোকান মালিক গনকে কে উক্ত কাপড় ব্যবসায়ী দোকান খোলার বাধা নিষেধ করলেও তা মানছেন না বলে তিনি জানিয়েছেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।