ঢাকাFriday , 9 August 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের উলিপুর সীমান্তে সুনামগঞ্জ হাটে কোরবানির পশুর শেষ হাটে মহিষের কদর ছিল বেশি

Link Copied!

রুহুল আমিন রুকু( কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে সিমান্ত এলাকায়  সুনামগঞ্জ হাটে এবারে  ঈদুল আযহা   উপলক্ষে কোরবানির পশুর বাজারে শেষ হাটে ভির জমেছে পশুর হাট। সরেজমিনে জানা গেছেঃ  উলিপুর উপজেলার  নদী দ্বারা বেষ্টিত  ভারতীয় সীমান্ত সংলগ্ন সাহেবের আলগা  ইউনিয়নের  সুনামগঞ্জ হাট  একটি ঐতিহ্যবাহী  পুরাতন হাট  এ পরিচিত  অনেক আগে থেকে বৃহস্পতিবার ৮ আগস্ট সকাল থেকে রাত ১২টা পর্যন্ত এহাট চলে।  তাই এ হাটে দূর-দূরান্ত থেকে  লোকজন নৌকা যোগে গরু, ছাগল , মহিষও ভেড়া ক্রয় বিক্রয় হয়। তাই এবারে ঈদ উপলক্ষে সুনামগঞ্জের শেষ হাটে এবারে পশুর হাট ছিল জমজমাট  লোকজনের  সমাগম  ছিল।  অনেক স্বল্প দামে গরু মহিষ  ছাগল ভেড়া করে করতে পারে সাধারণ মানুষ সহ বিভিন্ন এলাকার কাসাই গণ বন্যার পর এবার এ হাটে পশুর হাট ছিল ক্রয় ক্রয় ক্ষমতার মধ্যে তাই পার্শ্ববর্তী রৌমারী উপজেলা রাজিবপুর উপজেলা কুড়িগ্রাম সদর উপজেলা গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার  লোকজন কম দামে কোরবানির পশু কিনতে পারে অনেকের মুখেেে হাসির ঝলক দেখা গেছে। ইউনিয়নের ভূমি অফিসের পিয়ন আব্দুর রাজ্জাক জানান ৪০ বছরেও এবারের মত সুনামগঞ্জ কোরবানির হাট চোখে পড়েনি। ক্রয়-বিক্রয়ে  নিরাপদে আদান প্রদানে সহযোগিতা করেন। আনন্দবাজার পুলিশ ফাঁড়ির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এবার এ হাটে মহিষের কদর বেশি ছিল। #

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।