ঢাকাThursday , 6 February 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নাই!!

Link Copied!

উজ্জ্বল রায় নড়ইাল জেলা প্রতিনিধিঃ কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নাই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুকুও ফোলে না। ভগবদ গীতায় ভগবান শ্রী কৃষ্ণ বলেছেন :-আমি তোমাকে তোমার পাপময় জীবনের ফল থেকে মুক্তি দিব। এটা ভাগ্য পরিবর্তন। উজ্জ্বল রায় নড়ইাল জেলা প্রতিনিধি জানান, যখন আমরা কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করব তখন তিনি আমাদের সব রকমের পাপকর্মের ফলাফলের দায়িত্ব নিবেন। শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করো তাহলেই  আপনার ভাগ্য পরিবর্তন হবে। ভগবদ্‌গীতার শেষ পর্যায়ে (১৮/৬৬) অতি উচ্চস্বরে ভগবান বলেছেন-সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্ব রকমের ধর্মানুষ্ঠান পরিত্যাগ করে আমার শরণ নাও। তা হলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। তুমি কোন ভয় করো না।”এভাবে ভগবানের পাদপদ্মে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন, ভগবান তাঁর সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল পাপকর্মের প্রতিক্রিয়া থেকে তাকে রক্ষা করেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।