ঢাকাSunday , 12 September 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় সাংবাদিক-আর্মড পুলিশ ব্যাটালিয়ন মতবিনিময়

Link Copied!

 

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়েজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮-এপিবিএন)।

১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় উখিয়ার আলী মুড়াস্থ ৮ এপিবিএন’র অস্থায়ী দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার-৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কমান্ডিং অফিসার (এসপি) শিহাব কায়সার খান সাংবাদিকদের ব্রিফিং কালে বলেছেন,বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সার্বিক জানমাল নিরাপত্তা দানে এপিবিএন পুলিশ দেশপ্রেমের ভূমিকায় কাজ করছে।তিনি আইনশৃঙ্খলা উন্নতি ও অপরাধ মুলক কর্মকান্ড নিয়ন্ত্রণ বিষয়ে গুরুত্বারোপ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসপি শিহাব কায়সার খান  বলেন,ক্যাম্পে বিপুল রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।রোহিঙ্গাদের মাদক কারবার নিয়ন্ত্রণ, অপরাধ কর্মকান্ড দমন করার ক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

এসপি আরোও বলেছেন,ক্যাম্প অভ্যন্তরে রোহিঙ্গারা মাদক,ইয়াবা, চোরাচালান,অপহরণ ও খুন-খারাবিতে লিপ্ত। তাদের এসব কর্মকান্ড প্রতিরোধে এপিবিএন পুলিশ দেশপ্রেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

এসময় ৮ এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার কামরান রেজা,খন্দকার আশফাক হোসেন,রবিউল হোসাইন ও সোয়েব আহমেদ প্রমুখ সাংবাদিকদের তথ্যগত বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

মতবিনিময় কালে উখিয়া প্রেসক্লাবে সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি হুমায়ুন কবির জুশান,সাবেক সাধারণ সম্পাদক ও কার্য নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক ফারুক আহমদ,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু, দপ্তর ও ক্রীড়া সম্পাদক মাহমদুল হক বাবুল, কার্য নির্বাহী সদস্য ওবাইদুল হক চৌধুরী আবু, সদস্য শ.ম.গফুর,এম. ফেরদৌস, ইব্রাহীম মোস্তফা, উখিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে শফিক আজাদ,শরীফ আজাদ,রফিক মাহমুদ,আলা উদ্দিন শিকদার,রিদুয়ানুর রহমান,এম.এ.রহমান সীমান্ত,ইমরান আল মাহমুদ ও রিদুয়ানুল হক সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।