ঢাকাFriday , 13 April 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ২ জনের সাজা

Link Copied!

শ.ম.গফুর,উখিয়া(কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে দু’জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে।বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উখিয়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেট একরামুল ছিদ্দিক এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে।সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় বেশ ক’টি মিনি পতিতালয় গড়ে উঠেছে।গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত উখিয়ার কুতুপালং এলাকার লম্বাশিয়া গ্রামে অভিযান পরিচালনা করে উক্ত এলাকার মৃত বদিউর রহমানের ছেলে মফিজুর রহমানকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ মাসের সাজা প্রদান করে।অপরদিকে, একই আদালত উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম হলদিয়ায় অভিযান চালিয়ে মৃত মোহাম্মদ আলমের ছেলে ছৈয়দ হোছনকে মাদক সেবন ও বহনের অভিযোগে ৩ মাসের সাজা প্রদান করে।অভিযান পরিচালনাকারী উখিয়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেট একরামুল ছিদ্দিক জানান, ১৮৬০ সালের দন্ডবিধি আইনের ২৯১ধারা অনুযায়ী তাদের উক্ত সাজা প্রদান করা হয়েছে। এলাকায় অনৈতিক কর্মকান্ড বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।