ঢাকাThursday , 29 July 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ার পাঁচ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারে উপজেলা প্রশাসনের ত্রান তৎপরতা…..

Link Copied!

নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজারঃ

কক্সবাজারের উখিয়ায় ভারী বর্ষণে পাঁচ ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারি ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার(২৯জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় প্রতিটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর এসব ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়।

উপজেলার হলদিয়াপালং,জালিয়াপালং,রত্নাপালং ইউনিয়নসহ ক্ষতিগ্রস্থ ১২০ গ্রামের অসহায় পরিবারের জন্য চাল,তেল ডাল,চিনি ইত্যাদি বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, উখিয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পাঁচ ইউনিয়নের ১২০ গ্রামের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়। শুরু থেকেই পানিবন্দি মানুষের মাঝে শুকনা খাবার পৌঁছে দেওয়া হয়। ক্ষতিগ্রস্থ সকল মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ত্রাণ বিতরণ কালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী,হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম,জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, উপজেলা সমন্বয়কারী আব্দুল করিম উপস্থিত ছিলেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।