ঢাকাMonday , 2 December 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টাইন তারকার জোড়া গোলে জুভেন্টাসকে হটিয়ে শীর্ষে ইন্টার

Link Copied!

ইতালিয়ান সিরি ‘আ’র চলতি মৌসুমে দারুণ লড়াই চলছে ইন্টার মিলান ও জুভেন্টাসের মধ্যে। মৌসুমের শুরু থেকেই অপ্রতিরোধ্য ফুটবল খেলছে দুই দল। যার প্রতিফলন ঘটে পয়েন্ট টেবিলে। কখনও ইন্টার, আবার কখনও জুভেন্টাস থাকে শীর্ষে।

এই লুকোচুরি খেলার সবশেষ জয়ী দল ইন্টার। এতে অবশ্য তাদের সাহায্য করেছে জুভেন্টাসই। ইতালিয়ান বর্তমান চ্যাম্পিয়নরা সাসৌলোর বিপক্ষে ড্র করেছে। আর পরে স্পালকে হারিয়ে শীর্ষস্থানে বসেছে ইন্টার।

নিজেদের ঘরের মাঠে সাসৌলোর বিপক্ষে ফেবারিটই ছিলো জুভেন্টাস। কিন্তু ম্যাচ শেষ করেছে ২-২ গোলের ড্রয়ে। অতিথিদের হয়ে গোল দুইটি করেন জেরেমি বোগা (২২) ও ফ্রান্সেসকো কাপুতো (৪৭)। জুভেন্টাসকে এগিয়ে দেয়া গোল আসে লিওনার্দো বনুচ্চির (২০) মাধ্যমে। ম্যাচে সমতা ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো (৬৮)।

দিনের অন্য ম্যাচে স্পালের বিপক্ষে ইন্টারের জয়টি ২-১ গোলের। ঘরের মাঠে দলকে জয় এনে দেয়ার ম্যাচে জোড়া গোল করেন ইন্টারের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। স্পালের পক্ষে এক গোল শোধ করেন মাত্তিয়া ভেলোতি।

এছাড়া পার্মাকে ১-০ গোলে এসি মিলান, উদিনেসেকে ৩-০ গোলে লাজিও, ভেরোনাকে ১-০ গোলে হারিয়েছে রোমা। তুলনামূলক দুর্বল বলোগনার কাছে ১-২ গোলে হেরে গেছে নাপোলি।

১৪ ম্যাচে ১২ জয় ও ১ ড্রতে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইন্টার। সমান ম্যাচে ১১ জয় ও ৩ ড্রতে ৩৬ পয়েন্ট সংগ্রহ করেছে জুভেন্টাস। তিন নম্বরে থাকা লাজিওর ঝুলিতে রয়েছে ৩০ পয়েন্ট।

সূত্র-জাগো নিউজ ২৪.কম

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।