ঢাকাMonday , 30 November 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

আদালত রায় দিয়েছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক : প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি :
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মাদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন সর্বোচ্চ আদালত নির্ধারন করে দিয়েছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক। দেশ বিদেশের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষন করে আদালত এ রায় দেয়।
সোমবার বিকেলে বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ঃ সংবিধানের আলোকে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু নিহত হয়ার পর জিয়াউর রহমান অনেক তথ্য উপাত্ত ধ্বংস ও ইতিহাস বিকৃত করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপাস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন আব্দুল কুদ্দুস মিয়া।
পরে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মাদ মমতাজ উদ্দিন আহমেদ ‘বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক’ আদালয়ের রায়ের বই আকারে প্রকাশিত পুস্তিকার একটি কপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.একিউএম মাহবুবের হাতে তুলে দেন।
বিশ্বাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা এ সেমিনারে অংশ নেন।
এর আগে বিচারপতি মোহাম্মাদ মমতাজ উদ্দিন আহমেদ প্রেসক্লাব গোপালগঞ্জে মুজিব কর্ণারের উদ্বোধন করেন।
দুপুরে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে সেখানে তিনি ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত শহদিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং মোনাজাতে অংশ নেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।