ঢাকাMonday , 4 May 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে ৫৪ জনের নমুনা সংগ্রহ, পজেটিভ-০৩

Link Copied!

জাহিদ হাসান জীবন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ৫৪ জনের নমুনা সংগ্রহ করে ৩ জনের করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। এ পরিস্থিতিতে ১’শ ৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জানা যায়, চলমান করোনা পরিস্থিতিতে এ পর্যন্ত ৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে সোমবার পর্যন্ত ৪৯ জনের রিপোর্টে এক নারীর ২ বারসহ ৩টিতে করোনা ভাইরাস সংক্রমিত রিপোর্ট পাওয়া গেছে। এছাড়া, নতুন করে আরও ৫ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট ল্যাবে পাঠানো হয়েছে।

নতুন করে নমুনা সংগ্রহীত এ ৫ জনসহ এ উপজেলায় ১’শ ৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৩ জন। রাজধানী ঢাকা ও নরসিংদী থেকে নিজ বাড়িতে ফিরে আসায় সুন্দরগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের জনৈক জয়নাল আবেদীন মাস্টারের বাড়ি ও বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের রাজু মিয়ার বাড়ি লকডাউন করা হয়েছে।

করোনা পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ সকল গণসংযোগ স্থলগুলোতে প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও ক্ষুদ্র ও প্রান্তিক দোকানদার, ছোটখাট পরিবহন তথা রিক্সা, ভ্যান, ব্যাটারী চালিত অটোবাইক, পিকআপ, কাভার্ট ভ্যানযোগে চলাচল অব্যাহত রয়েছে। এছাড়া, নৌ, এ্যাম্বুলেন্স, পিকআপযোগে মানুষের কাঙ্খিত স্থানে যাতায়াত অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিদেশ ও দেশের বিভিন্ন স্থান থেকে বাড়ি ফেরা মানুষদের অবাধ চলাফেরায় করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কায় রয়েছেন সাধারণ মানুষ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার জানান, এ পর্যন্ত ৩টি রিপোর্টে করোনা সংক্রমিত হয়েছে। তার মধ্যে একই নারীর ২ বার। তাছাড়া এ উপজেলায় করোনা পরিস্থিতি অনেকটাই ভাল রয়েছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।