ঢাকাThursday , 7 May 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীতে  অতর্কিত হামলায় আহত -২

Link Copied!

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায়  পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীকে হামলার অভিযোগ উঠেছে । অভিযোগে  হামলার স্বীকার মাইদুল ইসলাম জানান,হামলা চালিয়ে দুইজনকে গুরুতর আহত করে নগদ অর্থ ও মােবাইল ফোন ছিনতাই করেছে প্রতিপক্ষ । ৬ এপ্রিল (বুধবার) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে । আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে । রৌমারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মােঃ নাজমুল হুদা বলেন, আহতদের ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে ।এলাকাবাসী সুত্রে জানা যায় ,উপজেলার সদর ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকার চাক্তাবাড়ি উত্তরপাড়া গ্রামের ফালু শেখের ছেলে মাইদুল ইসলামের সাথে একই এলাকার বালিয়ামারী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে আব্দুস ছাত্তারের ( ৫৫ ) ও তার ছেলে মুকুল মিয়া ( ২১ ) সাথে বিরােধ চলে আসছিল । এরই সূত্র ধরে বুধবার রাতে অর্তকিত হামলা চালিয়ে মাইদুল ইসলাম ( ২১ ) ও রুবেল মিয়া ( ১৬ ) কে হকিস্টিক ও ধারালাে অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে । এসময় তাদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করে । চাক্তাবাড়ি উত্তরপাড়া গ্রামের সােনাউল্লাহর ছেলে বাদল মিয়া ( ২৩ ) বলেন , “গত ডিসেম্বরে আমার ছােট চাচা মজুর বাড়িতে চুরির ঘটনা ঘটে । ঘটনাস্থলেই চোরকে আটক করে গ্রামবাসি । ওই চোরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছাত্তারের ছেলে মুকুল মিয়া । রুবেল ও মাইদুল বাধা দেয় এনিয়ে তাদের হাতাহাতির ঘটনা ঘটে । পরে গ্রাম্য শালিসের মাধ্যমে তা মিমাংসা করা হয় । কিন্তু চোরকে ছিনিয়ে নিতে ব্যর্থ হওয়ায় সেই ক্ষোভের জের ধরে ৬ মে বুধবার রাত ৮টার দিকে রুবেল ও মাইদুলসহ বিকাশ ও কম্পিউটারের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথিমধ্যে কাঁঠালবাড়ির পশ্চিমপার্শে পিছন থেকে অর্তকিত হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করে এবং তাদের সাথে থাকা নগদ অর্থ ও মােবাইল ফোন ছিনিয়ে নেয় তারা ।এ ব্যাপারে রৌমারী থানার ওসি আবু মাে . দিলওয়ার হাসান ইনাম বলেন , বিষয়টি অবগত হয়েছি । লিখিত অভিযােগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।