ঢাকাFriday , 6 April 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা শিশুদের বিনোদনে মুক্তির দিনব্যাপী ক্রীড়-সাংস্কৃতিক অনুষ্ঠান

Link Copied!

শ.ম.গফুর,উখিয়া(কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের মধুরছড়া ক্যাম্পে মিয়ানমার সরকার বাহিনীর নির্মমতার শিকার হয়ে প্রান ভয়ে
পালিয়ে আশ্রিত রোহিঙ্গা শিশুদের বিনোদনের মাধ্যমে প্রশান্তি যোগাতে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে জাতিসংঘ অধিভুক্ত আন্তর্জাতিক শিশু সুরক্ষা বিষয়ক এনজিও ইউনিসেফ এর সহায়তায়” মুক্তি “কক্সবাজার।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকাল পর্যন্ত মধুর ছড়া ক্যাম্প- ৩ এর এ-এ ও ডি-ডি জোনে এইচ-১ ব্লকে মুক্তি পরিচালিত ১০টি লার্নিং সেন্টারের যৌথ সমন্বয়ে উষা লার্নিং সেন্টারে ছড়া,কবিতা,গান,নানা নান্দনিক খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনুষ্টানের সার্বিক তত্বাবধানে ছিলেন রোহিঙ্গা শিশুদের নিয়ে কাজ করা মুক্তির প্রোগ্রাম অর্গানাইজার এইচ এম শামসুদ্দিন আহমেদ।অনুষ্ঠানের সহায়তায়
ছিলেন লার্নিং সেন্টারের শিক্ষক মর্জিনা বেগম,ফরিদুল আলম,মাসুমা সুলতানা রুমী,সোই-নি ইয়েন,জেসমিন আক্তার,বশিরা আক্তার নাহিদা,মুন্নী বড়ুয়া,হেলাল উদ্দিন,রুজিনা কাউসার রুজি,ছৈয়দ আলম,জয়নব বিবি,সাদেক হোসাইন,মোহাম্মদ শাহ,মো: জোবায়ের,জহির আহমদ,আমান উল্লাহ,মো: ফারুক,মোজাম্মেল, রাহেকা,প্রোগ্রাম অর্গানাইজার মুক্তা বড়ুয়া ও ইসরাত সুরাইন সাথী প্রমুখ।এ সময় শত-শত রোহিঙ্গা শিশুদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা করেন এ-এ জোনের হেড মাঝি মোক্তার আহমদ,ব্লক মাঝি নুর মোস্তফা,জাহেদ হোসেন ও মো: রশিদ প্রমুখ।সব শেষে অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া উত্তীর্ণ শিশু শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।